আইসিসির কৌঁসুলিকে প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খানের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি অধিকার গোষ্ঠীরা। তার বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতের অভিযোগ এনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি অধিকারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর সফর করেন করিম খান। ওই সময় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনিদের দাবি অগ্রাহ্য করে ইসরায়েলের পক্ষ নেওয়ায় করিম খানকে প্রত্যাখ্যান করা হয়েছে।

ইনডিপেনডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটসের মহাপরিচালক আম্মার আল-দাওয়াইক বলেন, ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা হিসেবে আমরা তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, স্বাধীন ও পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করছেন না করিম খান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন করিম খান। করিমকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান তদন্ত করার আহ্বান জানিয়েছেন আব্বাস।