Ayurvedic syrup: গুজরাটে আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মৃত্যু ৬ জনের, গ্রেফতার ৭, বাজেয়াপ্ত ২১৯৫ টি বোতল

গুজরাটে আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মোট ৬ জনের মৃত্যু হল। এছাড়াও একজন অসুস্থ রয়েছেন। গুজরাটের খেড়া জেলার নাদিয়াদ শহরের কাছে বিলোদারা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনার জেরে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুরাটের ৭ টি জায়গায় অভিযান চালানো হয়েছে। সেখানে বিভিন্ন দোকানে হানা দিয়ে মোট ২১৯৫ টি আয়ুর্বেদিক সিরাপের বোতল উদ্ধার করেছে পুলিশ।  

আরও পড়ুন: UP-র এই সংস্থার ওষুধ খেয়েই নাকি মৃত ৬৫ শিশু! সেই কারখানাই ফের খুলে দিল সরকার

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই আয়ুর্বেদিক সিরাপের মধ্যে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল। সেই কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই আয়ুর্বেদিক সিরাপ বিক্রেতাদের গ্রেফতার করা হয়েছে। সুরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন সুরাটের ডিসিপি রাজদীপ নাকুম। তিনি জানিয়েছেন, অভিযান চালিয়ে গোদাদ্রা থেকে ১ জন, কাপোদ্রা থেকে ২ জন, ভারাছা থেকে ২ জন, পুনা থেকে ১ জন এবং আমরোলি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিসিপি জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া সিরাপে কী পরিমাণ অ্যালকোহল রয়েছে? তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সমস্ত বাজেয়াপ্ত করা সিরাপ এফএসএল রিপোর্টের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পরে আরও তদন্ত করা হবে। জানা গিয়েছে, ওই গ্রামের একটি দোকানে আয়ুর্বেদিক সিরাপ বিক্রি হচ্ছিল। সেখানে ৫০ জন ওই সিরাপ কিনেছিলেন। তা খেয়েই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, মৃতদের রক্তের নমুনা পরীক্ষা করে তাতে মিথাইল অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান সিরাপ বিক্রির আগে তাতে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল। 

এই ঘটনায় মৃত এক ব্যক্তি ক্যান্সারের রোগী ছিলেন। তিনি এক আত্মীয়ের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে মৃতদের কেউই মদ্যপ ছিল না।

পুলিশ জানিয়েছে, এই ধরনের সিরাপ সাধারণত টনিক হিসেবে বিক্রি হয়। তাতে ১১ শতাংশেরও কম অ্যালকোহল রয়েছে। আইনতভাবে টনিকগুলি বিক্রির অনুমোদন রয়েছে। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ এবং ২০২০ সালে কফ সিরাপ খেয়ে ১২ জন শিশু মারা গিয়েছিল। সেই ঘটনার পরে একাধিক।পদক্ষেপ করেছিল প্রশাসন।