চ্যাম্পিয়ন ইতালি মৃত্যুকূপে

জার্মানির হ্যামবুর্গে হয়ে গেলো উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপের ড্র। শনিবার চূড়ান্ত হলো গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন ইতালি ‘বি’ গ্রুপে পেয়েছে স্পেন, আলবেনিয়া ও ক্রোয়েশিয়াকে। একেই বলা হচ্ছে মৃত্যুকূপ। 

গত আসরের রানার্সআপ ইংল্যান্ড অপেক্ষাকৃত সহজ গ্রুপ পড়েছে। ‘সি’ গ্রুপে তারা খেলবে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে। ‘এ’ গ্রুপে স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি, স্কটল্যান্ড ও সুইজারল্যান্ড। জার্মান ও স্কটিশরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ‘এফ’ গ্রুপে খেলবে। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ তুরস্ক ও চেক রিপাবলিক। এই গ্রুপে চতুর্থ দল হতে প্লে অফে লড়বে গ্রিস, কাজাখস্তান, জর্জিয়া ও লুক্সেমবার্গ। গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স ‘ডি’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসকে। বাকি দল প্লে অফের লড়াইয়ে নামবে, তারা হলো ওয়েলস, ফিনল্যান্ড, পোল্যান্ড ও এস্তোনিয়া।

আগামী ১৪ জুন পর্দা উঠবে এই প্রতিযোগিতার। ফাইনাল হবে ১৪ জুলাই।

গ্রুপ এ: জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ইতালি

গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া

গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ওয়েলস/ফিনল্যান্ড/পোল্যান্ড/এস্তোনিয়া

গ্রুপ ই: বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, ইসরায়েল/আইসল্যান্ড/বসনিয়া-হার্জেগোভিনা/ইউক্রেন

গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক রিপাবলিক, জর্জিয়া/লুক্সেমবার্গ/গ্রিস/কাজাখস্তান