সকালেই হায়দরাবাদে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোখের চিকিৎসায় দক্ষিণে সফর

চোখের সমস্যাটা বেড়েছে। আর তাই আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উড়ে গেলেন হায়দরাবাদে। ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতি হয়েছিল অভিষেকের চোখের। তখনই চোখে মারাত্মক আঘাত লাগে অভিষেকের। বড় আঘাত পান বাঁ–চোখে। তখন থেকেই বিদেশে চিকিৎসা চলে ডায়মন্ডহারবারের সাংসদের। অস্ত্রোপচারও হয় আমেরিকাতে। সেখানের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসাও করেছিলেন। আর সেই চোখের সমস্যায় এখন দক্ষিণের রাজ্যে গেলেন।

এদিকে সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদের চোখে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রক্ত জমাট বেঁধে যাওয়ায় দেখতে অসুবিধা হচ্ছে। তার সঙ্গে ব্যথা– যন্ত্রণাও রয়েছে। তাই চোখের চিকিৎসা করাতেই আজ, শনিবার সকালে বিমান ধরে হায়দরাবাদে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করতে হায়দরাবাদে গেলেন তৃণমূল সংসদ অভিষেক। চোখের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। আর তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় আসতে পারেননি অভিষেক। তবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেরে ছুটে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে।

অন্যদিকে চোখের সমস্যার জেরেই কিছুদিন ধরে কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে চোখের চিকিৎসা সেরে এসে তিনি লোকসভা নির্বাচন নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন ডায়মন্ডহারবারের সাংসদ। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কয়েকদিন আগে কটাক্ষ করে বলেছেন, খোকাবাবুকে এখন তো দেখা যাচ্ছে না। চুপ করে লুকিয়ে পড়েছেন। আসলে চোখের সমস্যা থাকায় অভিষেকের অনুপস্থিতি বাড়ছে। আর সেটা নিয়েও আক্রমণ করা হয়েছে। চোখে ইনফেকশন জনিত সমস্যায় বেশ কয়েকদিন ধরে ভুগছেন তিনি। এদিন হায়দরাবাদ যাবার সময় তিনি জানান, তাঁর চোখ ভাল আছে।

আরও পড়ুন:‌ লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন অধীর, মহুয়া ইস্যুতে তুললেন বিস্ফোরক দাবি

এছাড়া আগে চোখের চিকিৎসা হয়েছে একাধিকবার। আমেরিকায় গিয়ে অভিষেক জন হপকিন্স হাসপাতালে অস্ত্রোপচার করেন চোখের। কিন্তু তারপরেও সমস্যা পুরোপুরি মেটেনি। বরং নিয়মিত চেকআপ করে যেতে হচ্ছিল তাঁকে। আবার নাগাড়ে দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকার জেরেই নতুন করে তাঁর চোখে সংক্রমণ ছড়িয়েছে বলে সূত্রের খবর। এই চোখের চিকিৎসা করাতেই এবার যহায়দরাবাদে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।