‘‌বাংলার বাড়ি’‌ কিনে বিক্রি করলে ঠাঁই হতে পারে শ্রীঘরে, সতর্ক করলেন খোদ মেয়র

‘‌বাংলার বাড়ি’‌ প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়। গরিব মানুষের মাথার ছাদ গড়ে দেয় রাজ্য সরকার। আর রাজ্য সরকারের তৈরি বাড়ি বিক্রি করলে এবার আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। এমনকী এই কাজের জন্য যেতে হতে পারে জেলেও। কারণ এই বাড়ি কেনা এবং বেচা দুই সমান অপরাধ। এই বাড়ি রাজ্য সরকার তৈরি করে দেয় নিজেদের খরচে। অভিযোগ, লটারির মাধ্যমে এই বাড়ি যাঁরা পান কিছুদিন পর সেগুলি অন্যকে মোটা টাকায় বিক্রি করে অন্যত্র চলে যান। এই অভিযোগ এবার এসেছে মেয়র ফিরহাদ হাকিমের কানে। তাই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।

এদিকে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বারবার চিঠি লিখলেও টাকা মেলেনি। ফলে গরিব মানুষ বাড়ি পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিজেদের উদ্যোগে গরিব মানুষের মাথার ছাদ হিসাবে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আসে। তাতে সরকারি টাকায় বাড়িও পাচ্ছেন অনেকে। আবার একাধিক জায়গায় আবাসন করে লটারির মাধ্যমে তা বিক্রি করা হচ্ছিল। মানুষ সস্তায় সেইসব ফ্ল্যাট কিনে তারপর অন্যকে বেচে মুনাফা লাভ করছে বলে অভিযোগ উঠেছে। আবার সরকারি টাকায় বাড়ি তৈরি করে নিয়ে সেটা চড়া দামে বেচে দেওয়ারও অভিযোগ উঠেছে। যা জন্যই আজ কড়া সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

অন্যদিকে এই বাংলার বাড়ি প্রকল্পে গড়ে ওঠা বাড়ি কেনা এবং বেচার কাজে একই শাস্তি মিলবে। আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘‌মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কেউ কেউ সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে পরে সেটা চড়া দামে বিক্রি করে দিচ্ছেন। সরকার থেকে বাংলার বাড়ি যাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাঁরা যদি সেই বাড়ি বিক্রি করেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেল পর্যন্ত যেতে হতে পারে। সরকারের দেওয়া সম্পত্তি কখনওই বিক্রি করা যাবে না। উত্তরাধিকার সূত্রে শুধু হস্তান্তর হবে। আর কেউ না থাকলে সেই সম্পত্তি রাজ্য সরকারের কাছে ফেরত আসবে।’‌

আরও পড়ুন:‌ অফিসে কেন আসেননি?‌ অসুস্থতার কথা শুনেই বেদম মার, মালদায় বাঁশপেটা বন সহায়ককে

রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়রের এই হুঁশিয়ারিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য রাজ্য সরকারের প্রকল্প ‘বাংলার বাড়ি’। গ্রামাঞ্চলে ‘বাংলার আবাস যোজনা’ প্রকল্পে বাড়ি তৈরির কাজ হয়। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘‌বাংলার বাড়ি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। গরিব মানুষের জন্য সরকার বাড়ি তৈরি করছে। এই বাড়িগুলি কেউ বিক্রি করতে পারেন না। আর তা করলে সেটা বেআইনি। এমনকী বিক্রেতার কাছ থেকে যিনি কিনবেন তাঁদের টাকাও জলে যাবে। কারণ বাংলার বাড়ি কেনা –বেচা দুই দণ্ডনীয় অপরাধ। এই বাড়ি ১৫ বছরের জন্য লিজে দেওয়া হয়। রাজ্যের সর্বত্রই এই নির্দেশিকা জারি করা হচ্ছে।’‌