Indian Coach Rahul Dravid Along With Wife In Attendance To Watch Son Samit Play In Cooch Behar Trophy

বেঙ্গালুরু: বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। তবে এই সিরিজ়ের ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। আপাতত ছুটিতেই আছেন দলের প্রধান হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এই ছুটির ফাঁকেই নিজের ছেলের ম্যাচ দেখতে হাজির হয়ে গেলেন দ্রাবিড়।

মাটির মানুষ দ্রাবিড়!

দ্রাবিড়ের ছেলে সমিত অলরাউন্ডার। তিনি কর্ণাটকের হয়ে বর্তমানে উত্তরাখণ্ডের বিরুদ্ধে কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) খেলছেন। ছেলের সেই ম্যাচ দেখতেই স্ত্রী বিজিতাকে নিয়ে হাজির হয়ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। ম্যাচের প্রথম দিন সমিত পাঁচ ওভার বল করেন। দ্রাবিড়কে তাঁর স্ত্রীর সঙ্গে কংক্রিটের স্ট্যান্ডে বসেই ম্যাচ উপভোগ করতে দেখা যায়।

 

প্রথম দিন শেষে উত্তরাখণ্ডের স্কোর নয় উইকেটে ২৩২ রান। উত্তরাখণ্ডের অধিনায়ক আরভ মহাজন দুরন্ত শতরানের ইনিংস খেলেন। তাঁর সংগ্রহ ১২৭ রান। কোচবিহার ট্রফিতে এর আগে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সমিত এক ইনিংস ৫৫ রান ও আরেক ইনিংসে চার রান করেন। দিল্লির বিরুদ্ধে দল হারলেও ৫১ রানের ইনিংস খেলেন তিনি। 

প্রশ্নের মুখে রোহিত-রাহুল  

গোটা টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও ফের একবার বিশ্বখেতাব হাতছাড়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে সেই হারের ১১ দিন পর মেগা টুর্নামেন্টে (CWC 2023) ভারতের পারফরম্যান্সের রিভিউ করতে একত্রিত হয়েছিলেন বিসিসিআই আধিকারিকরা। সেই বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে ফাইনালে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হয়।

গোটা টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জিতলেও, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থ হয়। পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। এই টুর্নামেন্টে দলের পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করতেই নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিসিসিআই আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার, ৩০ নভেম্বর আয়োজিত সেই বৈঠকে দ্রাবিড় তো উপস্থিত ছিলেনই, উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলার। সশরীরের উপস্থিত না থাকলেও, ভিডিও কলের মাধ্যমে লন্ডন থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। 

কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা উভয়েই পরাজয়ের জন্য পিচের দিকে আঙুল করেন। কোচ দ্রাবিড় নাকি জানান ভারতীয় টিম ম্যানেজমেন্ট পিচ যতটা ঘুরবে ভেবেছিল, ততটা ঘোরেনি। সেই কারণেই ভারতীয় দল রান ডিফেন্ড করতে নেমে অস্ট্রেলিয়াকে রুখতে পারেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: তাইজুলের অনবদ্য বোলিংয়ে ভর করে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ