বিয়েবাড়িতে মেলেনি গরম রুটি, রাগে রাঁধুনির গায়ে গরম তেল ঢালল বরযাত্রী

একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। বিয়ে বাড়িতে খেতে গিয়ে বাঁধুনির কাছে গরম রুটি চেয়েছিল কিছু যুবক। কিন্তু, গরম রুটি না দেওয়ায় ভয়াবহ কাণ্ড ঘটিয়ে দিল ওই যুবকের দল। তারা রাঁধুনির গায়ে ঢেলে দিল ফুটন্ত তেল। ঘটনায় গুরুতর জখম হন রাঁধুনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায়। ঘটনায় যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, ওই রাঁধুনির নাম রাজেশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদৈউনে।

আরও পড়ুন: হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন, আসানসোলে হাড়হিম ঘটনা

পুলিশ জানিয়েছে, বরের কাকা এবং বিয়ে বাড়িতে আমন্ত্রণ থাকা কিছু যুবক গরম রুটি না পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। রাঁধুনির অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বরের কাকা ইন্দরপাল পালি এবং তার কয়েকজন মুসাঝাগ থানা এলাকায় বিয়েতে খাবার খেতে বসে। প্রথমে তাদের রুটি পরিবেশন করা হয়। তবে তা ঠান্ডা হওয়ায় তারা খেতে চায়নি। তারা রাঁধুনিকে গরম রুটি দিতে বলে। কিন্তু, রাঁধুনি জানিয়ে দেন, তা সম্ভব নয়। কারণ গভীর রাত হওয়ায় উনুন নিভিয়ে দেওয়া হয়েছে।এনিয়ে রাঁধুনির সঙ্গে তাদের বচসা বাঁধে। সেই ক্ষোভ রাঁধুনির গায়ে গরম তেল ঢেলে তারা পালিয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে তুমুল শোরগোল পড়ে যায়।

এদিকে, বিয়ের বাড়ির অন্যান্য লোকজন আশঙ্কাজনক অবস্থায় রাঁধুনিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে , তাঁর অবস্থা আশঙ্কাজনক। সেখানে তাঁর চিকিৎসা চলছে। থানার ভারপ্রাপ্ত অফিসার মহেন্দ্র পাল সিং জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র গরম রুটি না পাওয়ার জন্য এমন ঘটনায় হতবাক সকলেই  পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। অন্যদিকে, খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাঁধুনির পরিবারের সদস্যরা। তারা এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, বিয়ে বাড়িতে পছন্দের খাবার না পেয়ে রাঁধুনির উপর ক্ষোভ এই প্রথম নয়। এর আগেও বিয়ের বাড়িতে রাঁধুনিকে মারধরের অনেক ঘটনা ঘটেছে।