Money recovered from Howrah: হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার, ব্যক্তির ব্যাগ খুলতেই মিলল নগদ ২৪ লক্ষ

সম্প্রতি রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই আবহে এবার ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে নগদ টাকা। স্টেশনে এক যাত্রীর কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাজেয়াপ্ত টাকা শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দিয়েছে আরপিএফ।

আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, কত নগদ উদ্ধার করল পুলিশ?

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এরপর তারা যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তাদের সন্দেহ আরও বেড়ে যায়। পরে ব্যাগ খুলতেই উদ্ধার হয় রাশি রাশি টাকা। কোথা থেকে যুবক এত পরিমাণ টাকা পেল? তার কোনও তথ্য আরপিএফকে জানাতে পারেনি ওই যুবক। পরে ওই যুবককে আটক করে আরপিএফ। তার কাছ থেকে উদ্ধার হওয়া টাকা পরবর্তী সময়ে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। কোথা থেকে যুবক এত পরিমাণ টাকা পেল? ওই টাকা কোথায় কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল? সে সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। 

উল্লেখ্য, হাওড়া স্টেশনে টাকা উদ্ধার হওয়ার ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি বিভিন্ন সময়ে হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। গত জুন মাসে সেখানে এক যাত্রীর ব্যাগ থেকে থরে থরে নোটের ব্যান্ডিল উদ্ধার। যার পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয়, ওই ব্যাগ থেকে পাওয়া গিয়ে ছিল সোনার গয়না। তার ওজন প্রায় ৪০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া, গত অগস্ট মাসে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগে তল্লাশি করতেই ৩৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ওই ব্যক্তি এত বিপুল পরিমান নগদ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাঁকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। এরপর গত সেপ্টেম্বরে হাওড়া স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে পিঠে এবং হাতে একটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁর দুটি ব্যাগ থেকে পাওয়া যায় ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল। যার পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা। এছাড়াও ১৩ কেজি রুপোর বাট পাওয়া গিয়েছিল ব্যাগে।