Suvendu Adhikari: নবান্নের বৈঠকে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কঠিন শর্ত দিলেন শুভেন্দু

রাজ্যে মানবাধিকার কমিশনের সদস্য বাছাইয়ের জন্য নবান্নের ১৪ তলায় ডাকা বৈঠকে থাকবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে খেজুরির কামারদার জনসভা থেকে একথা স্পষ্ট করে দিলেন তিনি। এদিন তিনি বলেন, খুনি মমতা জেলে যাওয়ার আগে তাঁর সঙ্গে কোনও বৈঠক নয়।

শুভেন্দুবাবু বলেন, ‘শুনে রাখুন, খুনি মমতার সঙ্গে কোনও মিটিংয়ে শুভেন্দু অধিকারীকে পাবেন না। পাবেন সেদিন, মমতা ব্যানার্জি জেলে যাবেন যেদিন। মমতা ব্যানার্জিকে জেলে পাঠানোর কোনও মিটিং মমতার সঙ্গে হবে না। মমতা হলেন আসল চোর, রেশন চোর, আটা চোর, গম চোর, চাল চোর, ধান চোর, কয়লা চোর, পাথর চোর, চাকরি চোর, পায়খানা চোর’।

রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের বাছাই করতে ১৪ ডিসেম্বর দুপুরে নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতরের কনফারেন্স হলে বৈঠক ডেকেছে রাজ্য সরকার। আগে বৈঠকটি হওয়ার কথা ছিল বিধানসভায় স্পিকারের কক্ষে। নবান্নের বৈঠকে শুভেন্দু হাজির থাকবেন কি না তা নিয়ে শুক্রবার থেকেই জল্পনা শুরু হয়। শনিবার সেই জল্পনায় জল ঢাললেন শুভেন্দু নিজেই। সোচ্চারে মুখ্যমন্ত্রীকে বয়কট করলেন তিনি। যদিও তৃণমূলের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।