প্রচারে গিয়েছিল শুভেন্দু, ছত্তিসগড়ের মতুয়া অধ্যুষিত আন্তাগড়ে বড় জয়ের পথে BJP

জোর কদমে চলছে দেশের ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। রাজস্থান ও মধ্য প্রদেশে সরকার গড়া প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। তেলাঙ্গানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস। আর ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ২ পক্ষের মধ্যে। সেই ছত্তিসগড়েই দলীয় প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদিবাসী অধ্যুষিত রাজ্যে একটিই সভা করেছিলেন তিনি। কিন্তু সেখানে কেমন ফল করছে বিজেপি।

গত ৩ নভেম্বর ছত্তিসগড়ে ভোটপ্রচারে যান শুভেন্দু। রায়পুর থেকে হেলিকপ্টারে যান ছত্তিসগড়ের বাঙালি তথা মতুয়া অধ্যুষিত আন্তাগড় বিধানসভা কেন্দ্রের বান্দেতে। সেখানে জনসভা করে সেরাজ্যের বিদায়ী কংগ্রেস সরকারকে আক্রমণ করার পাশাপাশি তোলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা। বলেন, তৃণমূল ও কংগ্রেসের একটা লক্ষ্য। সেটা হল তোষণ। বলেন, ‘আমি তো ছোট নেতা। মুখ্যমন্ত্রীকে হারানোয় আমাকে কয়েকজন চেনেন। আমার সভায় যা লোক হয়েছে ভূপেশ বাঘেলের সভায় তার তিন ভাগের এক ভাগ লোক হবে না।’

সেই আন্তাগড় বিধানসভা কেন্দ্রে রবিবার সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোটগণনা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৩ রাউন্ড গণনা হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিক্রম উসেন্ডি কংগ্রেসপ্রার্থী রূপসিং পোতাইয়ের থেকে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

গতবার এই কেন্দ্রে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী অনুপ নাগ। তবে এবার অনুপবাবুকে টিকিট দেয়নি কংগ্রেস। তিনি নির্দল হিসাবে ভোটে লড়ছেন। আন্তাগড়ে রয়েছে আম আদমি পার্টির প্রার্থীও। ফলে এখানে লড়াই চতুর্মুখি। মতুয়া অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে যাওয়া স্বস্তি দেবে পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বকে।