শাপে বর হয়েছে, জেনে নিন ৩ রাজ্যে কংগ্রেসের হারে কী করে ফয়দা তুলতে পারে TMC

চার রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো হাতে রয়েছে শুধু তেলাঙ্গানা। এই নির্বাচনের ফলের প্রভাব লোকসভা ভোটে কতটা পড়বে তা নিয়ে দ্বিধাভিক্ত বিশেষজ্ঞরা। তবে জাতীয় রাজনীতিতে প্রভাব যাই হোক না কেন, কংগ্রেসের হারে রাজ্যের রাজনীতিতে অন্তত ৫টি ফয়দা পেতে চলেছে তৃণমূল। একে একে জেনে নিন কী সুবিধা পেতে চলেছে রাজ্যের শাসক দল।

১. লক্ষ্মীর ভাণ্ডার

মধ্য প্রদেশে বিজেপির বিশাল জয়ের পিছনে যে ‘লাঢ়লি’ প্রকল্পের অবদান রয়েছে তা স্বীকার করতে কার্পণ্য করেননি সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিমবঙ্গেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নামে একই রকম প্রকল্প চলছে। তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসে ১ হাজার টাকা ও অন্যরা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। মধ্য প্রদেশের ফল বলছে লোকসভা ভোটে তার ফসল ঘরে তুলতেই পারে তৃণমূল। সেকথা বুঝে ইতিমধ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা প্রকল্পে ২০০০ টাকা করে মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি।

২. জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রভাব ক্ষয়

তিন রাজ্যে হারের পর দেশে মাত্র ৩ রাজ্যে ক্ষমতায় রইল কংগ্রেস। তেলাঙ্গানা ছাড়া এই নির্বাচনে কংগ্রেসের ঝুলি শূন্য। যার ফলে জাতীয় রাজনীতি ও INDI জোটে প্রভাব বাড়তে পারে তৃণমূলের। কংগ্রেসের বিকল্প হিসাবে উঠে আসতে পারে তারা।

৩. বিজেপি গোবলয়ের দল

৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের বিজেপিকে গোবলয়ের দল বলে দাবি করতে পারবে তৃণমূল। ফলে অহিন্দিভাষী রাজ্য বাংলায় সুবিধা পেতে পারে তারা।

৪. মুসলিম ভোটের মেরুকরণ

বিজেপির জয়ে রাজ্যে মুসলিম ভোটের মেরুকরণ করা সহজ হবে তৃণমূলের পক্ষে। বাম ও ISFএর মতো দলের বদলে একজোট হয়ে ফের তৃণমূলকেই ভোট দিতে পারেন রাজ্যের মুসলিমরা।

৫. বিজেপির আত্মতুষ্টি

এই ফলের পরে আত্মতুষ্টিতে ভুগতে শুরু করতে পারে বিজেপির রাজ্যের নেতা ও কর্মীরা। সেই সুযোগে সংগঠন মজবুত করে কাজের কাজ সেরে ফেলতে পারে তৃণমূল।