Adhir Chowdhury: মুখ্যমন্ত্রী করা হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, দাবি অধীররঞ্জন চৌধুরীর

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে ‘অভিজিৎবাবুর ভোটে দাঁড়ানো উচিত’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন বিচারপতি। তখনই বহরমপুরে বসে তাঁকে রাজনীতির ময়দানে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন অধীরবাবু বলেন, ‘আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হলে একটা নতুন দিগন্ত তৈরি হবে। অধীরবাবু বলেন, ‘অভিজিৎবাবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচন হলে ভোট দিতে আমি সবার আগে লাইনে দাঁড়াব। ’

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে তৃণমূলের তরফে আক্রমণ করে বলা হয়েছিল, বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ুন অভিজিৎবাবু। তাতে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি হাইকোর্টের এই বিচারপতি। এদিনও অধীরের মন্তব্যের প্রেক্ষিতে নিরব ছিলেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। ওদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওপর বারবার আস্থা রাখতে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের।