Earthquake in Bangladesh: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের ঢাকা সহ বহু এলাকা, কাঁপল উত্তরবঙ্গের কিছু অঞ্চল, কম্পন লাদাখেও

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। এদিন স্থানীয় সময় সকাল ৯.৩৫ মিনিট নাগাদ ঢাকায় কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫ ছিল। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কুমিল্লা, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি, কুষ্টিয়ায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ  ও দক্ষিণ পশ্চিমে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাস সার্ভের তথ্য বলছে, রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তরপূর্বে এই কম্পন অনুভূত হয়েছে। 

জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারেও কম্পন অনুভূত হয়েছে।এদিকে, বাংলাদেশের পাশাপাশি ভারতের লাদাখেও অনুভূত হয়েছে কম্পন। লাদাখে স্থানীয় সময় সকাল ৮.২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। লাদাখে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৩.৪।  ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাস সার্ভের তথ্য অনুযায়ী বাংলাদেশে কম্পনের মাত্রা ৫.৫ ছিল। এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়ান্সের তথ্য বলছে, কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

(Nostradamus Prediction: ২০২৪ নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে বহু ইঙ্গিত! চিনের যুদ্ধ থেকে দানবীয় বিপর্যয় কি আসছে? )

( Modi Meloni Selfie: মোদীর সঙ্গে সেলফি ইতালির প্রধানমন্ত্রী মোলেনির, ছবির নাম দিলেন ‘মেলোডি’! ইনস্টা পোস্ট ভাইরাল)

এদিকে, তথ্য বলছে, লেহ ও লাদাখ, দুই এলাকাই পড়ে সিসেমিক জোন ৪ এর আওতায়। সেই জায়গা থেকে এই এলাকাগুলিতে কম্পনের ঝুঁকি থেকে যায়। হিমালয় সংলগ্ন এলাকার এই দুই অঞ্চল ঘিরে কম্পনের আশঙ্কা থেকে যায়। এদিকে, জানা যাচ্ছে, বাংলাদেশের বিস্তীর্ণ ভূভাগের পাশাপাশি, ভারতের লাদাখ ছাড়াও ত্রিপুরায় কিছু এলাকায় অনুভূত হয়েছে কম্পন। এদিকে, বাংলাদেশ, উত্তরবঙ্গ, লাদাখ, ত্রিপুরা সহ বিস্তীর্ণ ভূভাগে কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।