Darjeeling Hill Marathon 2023: বড়দিনের আগেই দার্জিলিং হিল ম্যারাথন, ভিডিয়ো প্রকাশ করল পুলিশ, থাকছে বড় পুরস্কার

দার্জিলিং হিল ম্য়ারাথন ২০২৩। এবার দশ বছরে পা দিচ্ছে দার্জিলিং হিল ম্য়ারাথন। যোগ দিতে পারবেন আপনিও। পাহাড়ের আঁকাবাঁকা পথে যদি এই ম্যারাথনে অংশ নিতে চান আপনি তবে এখন থেকেই যোগাযোগ করুন। তার যাবতীয় তথ্য় থাকল এখানে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটা সুন্দর ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একেবারে ভোরবেলা তখনও আলো ভালো করে ফোটেনি। এক ব্যক্তি ঘুম থেকে উঠেই রওনা হলেন ম্য়ারাথনে অংশ নেওয়ার জন্য়। এরপর রাস্তাতেই একে একে ভিড় বাড়তে থাকে। ম্যালে বসে থাকা তরুণী, রাস্তার ধারে ফুটবল নিয়ে থাকা তরুণও অংশ নেয় এই ম্য়ারাথনে। সুন্দর ভিডিয়ো। পাহাড়ের বুকে প্রতি বছরই এই ম্যারাথনকে ঘিরে একেবারে উৎসবের চেহারা নেয়।

 

দার্জিলিং পুলিশ এই ম্য়ারাথনের উদ্যোগ নেয়। এবার ড্রাগের বিরুদ্ধে অভিযানের বার্তাকে সামনে রেখে হবে এই ম্য়ারাথন। বিভিন্ন বয়সের নারী পুরুষরা এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। দার্জিলিং চৌরাস্তা থেকে শুরু হবে এই ম্যারাথন।

ইতিমধ্য়েই দার্জিলিং হিল ম্য়ারাথনের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়ে গিয়েছে। সোস্য়াল মিডিয়ায় অনেকেই এনিয়ে প্রচার করছেন। তবে এই ম্যারথনের ক্ষেত্রে নগদ পুরষ্কারও থাকছে।

দার্জিলিংয়ে ইতিমধ্য়েই পর্যটনের মরসুম চলছে। দলে দলে পর্যটকরা দার্জিলিংমুখী। এদিকে বড়দিনের ছুটিতেও এবার প্রচুর পর্যটক আসতে পারেন পাহাড়ে। তবে ২৫ ডিসেম্বরের ঠিক আগের দিন এবার হিল ম্যারাথন হবে পাহাড়ে। সেই ম্য়ারাথনের শরিক হতে পারেন আপনি। পাহাড়ের চড়াই ভেঙে এগিয়ে যাবেন অংশগ্রহণকারী। রাস্তার দুধারে দাঁড়িয়ে অভিনন্দন জানাবেন সাধারণ মানুষ। বেড়াতে গিয়ে যোগ দেবেন নাকি?