তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে  এবং ৮৫ জন আহত হয়েছেন।  স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, এই সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা রয়েছে।

তানজানিয়ার উত্তরের জেলা কমিশনার জেনেথে মায়াঞ্জা জানিয়েছেন, রাজধানী ডেডোমা থেকে ৩০০ কিলোমিটার উত্তরে কটেশ শহরে এ ভূমিধস আঘাত হানে। তিনি বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান হতাহতদের প্রতি তার গভীর শোক জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। উল্লেখ্য কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন দুবাইতে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট। 

এদিকে তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলছেন, আমরা এই ঘটনায় খুব মর্মাহত।

তানজানিয়ায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

বন্যায় তানজানিয়ায় প্রতি বছর অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। চলতি বছর পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা  ও ভূমিধসের কারণে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পেছনের আংশিক কারণ হলো আবহাওয়ার বিশেষ এল নিনো অবস্থা।