Train Accident in Farakka: ফারাক্কায় রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গগামী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, দাউদাউ করে জ্বলল ইঞ্জিন

মুর্শিদাবাদের ফারাক্কায় রেল দুর্ঘটনা গভীর রাতে। রবিবার রাত দেড়টা নাগাদ ফারাক্কায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি বালি বোঝাই ট্রাকের। এর জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। (আরও পড়ুন: শীঘ্রই সামনে আসবে বুলেট ট্রেনের প্রথম ভূগর্ভস্থ স্টেশনের ছবি, কতটা কাজ হল এখনও?)

রিপোর্ট অনুযায়ী, ফরাক্কার বল্লালপুরে আচমকা রেললাইনের উপর চলে এসেছিল একটি পণ্যবাহী ট্রাক। এই ঘটনা দেখে ট্রেন চালক তড়িঘড়ি ইমারজেন্সি ব্রেক কষেন। সেই সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। গভীর রাতে ঘুমন্ত যাত্রীরা আচমকাই তীব্র ঝাঁকুনিতে জেগে ওঠেন। অনেকেই ট্রেন থেকে মাথা বের করে দেখেন এই কাণ্ড। এদিকে মনে করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় বা গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাড়িটি জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেল ট্র্যাকে চলে আসে। এদিকে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। যদিও এই ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বন্দে ভারত যাত্রীদের জন্য বড় খবর, মহারাজা এক্সপ্রেসের মতো রাজকীয় সুবিধা দেবে রেল

এদিকে এই দুর্ঘটনায় কোনও যাত্রী গুরুতর ভাবে আহত হননি। চালকের তৎপরতায় বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ কর্তারা। দুর্ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশও।

এদিকে লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন সরানোর কাজ শুরু হয়। অন্য একটি ইঞ্জিন আনা হয়। এরপরই যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য ফের রওনা দেয় আপ রাধিকাপুর এক্সপ্রেস। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ট্রেন চালচলও স্বাভাবিক সেখানে।