রুতুরাজের মুকুটে এবার নতুন পালক, বিরল রেকর্ডে মুছলেন গাপটিলের নাম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া (India Vs Australia)। তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ছয় উইকেটে জিতে ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ফাইনালের ঠিক চারদিনের মধ্য়েই মাঠে নেমে পড়েছিল টিম ইন্ডিয়া।

শুরু হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ (Australia tour of India, 2023)। গত শুক্রবার এক ম্য়াচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অ্যান্ড কোং। হেরে যায় ম্যাথিউ ওয়েডের (Matthew Wade) অস্ট্রেলিয়া। গত রবিবার অর্থাৎ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্য়াচে খেলতে নেমেছিল দুই দল। চলতি সিরিজের পঞ্চম তথা শেষ ম্য়াচ ছিল এটি। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করতে পাঠিয়েছিল ভারতকে। নির্ধারিত ওভারে সূর্যবাহিনী আট উইকেটে ১৬০ রান তুলেছিল। জবাবে ওয়েডের টিম ১৫৪/৮ গুটিয়ে গেল। আর এই ম্য়াচেই ইতিহাস লিখেছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। 

আরও পড়ুন: India Vs Australia: শেষে অসাধারণ অর্শদীপ, আগুনে মুকেশ, রুদ্ধশ্বাস জয় ভারতের

রুতুরাজের মুকুটে ফের যুক্ত হল নতুন পালক। বেঙ্গালুরুতে রুতুরাজ হয়তো ১২ বলে ১০ রান করেই আউট হয়েছেন, কিন্তু তাতেও তাঁর রেকর্ড কেউ আটকাতে পারেনি। পাঁচ ম্য়াচের সিরিজে মারাঠি ক্রিকেটারের ব্য়াট থেকে এসেছে ২২৩ রান। ৫৫.৭৫-এর গড়ে ব্য়াট করেছেন তিনি। ইতিহাস বলছে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক টি২০আই সিরিজে বিশ্বের আর কোনও ব্য়াটার এত রান করেননি। রুতুরাজই চলে গেলেন মগডালে। তিনি টপকে গেলেন নিউ জিল্য়ান্ডের মার্টিন গাপটিলকে। তাঁর ঝুলিতে ছিল ২১৮ রান। যা তিনি ২০২১ সালে নিউ জিল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি২০আই সিরিজে করেছিলেন। 

দ্বিপাক্ষিক টি২০আই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানশিকারি পাঁচ ব্য়াটারদের তালিকায় রুতুরাজ চলে এলেন তিনে। একে আছেন বিরাট কোহলি (ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২০২১ সালে বিরাট পাঁচ ম্য়াচের সিরিজে করেছিলেন ২৩১ রান), দুয়ে কেএল রাহুল (নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ২০২০ সালে ২২৪ রান করেছিলেন পাঁচ ম্য়াচের সিরিজে), তিনে রুতুরাজ (পরিসংখ্য়ান আগেই দেওয়া হয়েছে), চারে ঈশান কিশান (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালে ২২৩ রান করেছিলেন পাঁচ ম্য়াচের সিরিজে), পাঁচে শ্রেয়স আইয়ার (শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ সালে ২০৪ রান করেছিলেন তিন ম্য়াচের সিরিজে)

আরও পড়ুন: Naveen-ul-Haq: মাত্র তিন শব্দে গলেছিল বরফ, কে প্রথম কাছে এসেছিল? জানালেন আফগানি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)