PM Modi welcomed in parliament: ‘তিসরি বার মোদী সরকার’, হ্যাটট্রিকের পরে সংসদে সাদরে অভ্যর্থনা ‘হিরোকে’- ভিডিয়ো

‘তিসরি বার মোদী সরকার’, ‘বার বার মোদী সরকার’ – হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভা ভোটে হ্যাটট্রিকের পর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হল। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে নয়া সংসদ ভবনে মোদী আসার পরই তুমুল হর্ষধ্বনি দেওয়া হয়। তারপর নিজের আসনে প্রধানমন্ত্রী বসতেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার, অর্জুন মেঘাওয়াল, রাজ্যবর্ধন সিং রাঠৌর-সহ বিজেপি সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। ছন্দ মিলিয়ে তাঁরা ‘তিসরি বার মোদী সরকার’, ‘বার বার মোদী সরকার’ স্লোগান তুলতে থাকেন। তারইমধ্যে পাশে বসে থাকা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কিছু বলতে দেখা যায় মোদীকে।

রবিবার হিন্দি বলয়ের তিনটি রাজ্যের (মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান) বিধানসভা নির্বাচনে জিতেছে মোদী-বাহিনী। আগামী বছর লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ের সেই রাজ্য জিতে বিজেপি নিজেদের অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর সেই হ্যাটট্রিককে ‘মোদীর জয়’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। বিশেষত কংগ্রেস-শাসিত দুই রাজ্য ছত্তিশগড় ও রাজস্থানের জয়কে মোদীর জয় হিসেবে দেখানো হচ্ছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সঙ্গে ‘মোদী গ্যারান্টি’-কেও জুড়ে দিয়েছে বিজেপি। সার্বিকভাবে ‘মোদী গ্যারান্টির’ জয় হিসেবে তুলে ধরে ইতিমধ্যে লোকসভা ভোটের ঢাকেও কাঠি ফেলে দিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: Modi on opposition’s ‘negativity’: গালিগালাজ করে, নেতিবাচক হয়ে মানুষের হৃদয়ে জায়গা পাবেন না; বিরোধীদের ক্লাস মোদীর

প্রধানমন্ত্রী নিজেও রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতর থেকে ‘ব্র্যান্ড মোদী’ এবং ‘মোদী গ্যারান্টি’-র উপর জোর দেন। তিনি বলেন, ‘আমি দেশের মহিলাদের বলতে চাই যে আপনাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ১০০ শতাংশ পূরণ হবে। আর মোদী কি গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘কেউ কেউ তো বলছেন, আজ এই যে হ্যাটট্রিক হল, তা ২০২৪ সালে হ্যাটট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে।’

যদিও বিজেপির সেই প্রচার কৌশলকে কটাক্ষ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী মোদী বনাম (ভূপেশ) বাঘেল (তুলে ধরা হচ্ছিল), রাজস্থানে প্রধানমন্ত্রী মোদী বনাম (অশোক) গেহলট (তুলে ধরা হচ্ছিল)। নির্বাচনে জেতার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লি ছেড়ে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছি। প্রধানমন্ত্রী মোদী ছাড়া যেন আর কেউ নেই বিজেপিতে। শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর জয়ে আস্থা আছে বিজেপির। বিজেপি, আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) বা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) জয়ের তত্ত্বে বিশ্বাস করে না।’

আরও পড়ুন: PM Modi on Lok Sabha Election 2024: ‘মোদী কি গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি’, বেঁধে দিলেন ২৪-র সুর