Cricketer Mohammed Shami’s Estranged Wife Haseen Jahan Accuses A Youth Of Abuse, Police Takes Action

কলকাতা: মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তিনিও পাল্টা একাধিক মামলা করেছেন শামির নাম। গোটা বিষয়টাই আদালতের বিচারাধীন। তারই মাঝে হাসিন জাহান (Haseen Jahan) সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন। জানালেন, এক যুবক তাঁকে হেনস্থা করছিল। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন হাসিন। অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। 

হাসিন তাঁর ইনস্টাগ্রামে সেই যুবকের ছবিও দিয়েছেন। যদিও তাঁর মুখ ঢেকে দিয়েছেন তিনি। ক্যাপশনে হাসিন লিখেছেন, ‘‘দিনের পর দিন হেনস্থা করছিল। এবার ধরা পড়েছে। গ্রেফতার হওয়ার পরে সব দম বেরিয়ে গিয়েছে। এখন শুধু ক্ষমা চাইছে। বলছে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। লাল কালির দাগ লেগে যাবে। এটাই তো ওদের ক্ষমতা। চাকরিও চলে গিয়েছে ওর। এ রকম অনেক হতাশ পাগল আছে।’’                                

এখানেই শেষ নয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা চলছে বলে জানিয়েছেন হাসিন। তিনি লিখেছেন, ‘‘ওর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কোনও কাজ করার আগে ভাবতে হবে যে ফল কী হতে পারে? কেউ কারও বিষয়ে মাথা ঘামায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে।’’ যদিও সেই যুবক কে বা সে কোথায়, কীভাবে হাসিনকে হেনস্থা করেছে, সে সব নিয়ে কিছু জানাননি শামির স্ত্রী।                        

 


বিশ্বকাপের (ODI World Cup) সময়ও একবার হইচই ফেলেছিলেন হাসিন। জানিয়েছিলেন, শামি (Shami) যত ভাল বোলিং করবে, তাঁর রোজগার যত বাড়বে, তত সুবিধা হবে তাঁর। বিশ্বকাপে শেষে ফের একবার আলোচনায় হাসিন জাহান। এক যুবকের বিরুদ্ধে হাসিনকে দীর্ঘ দিন ধরে হেনস্থা করার অভিযোগ এনেছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। শেষমেশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন হাসিন।

আরও পড়ুন: ABP Exclusive: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাতিল বিমান-ট্রেন, বিজয়ওয়াড়ায় উদ্বেগে বাংলার টিটি খেলোয়াড়েরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।