IND Vs AUS 5th T20: ‘I Was Thinking I Would Be The Culprit Of The Game’, Arshdeep Singh Reveals After Bowling The Dramatic Last Over

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামকে বলা হয় ব্যাটিংয়ের স্বর্গ। ছোট মাঠ। বল মিসহিট হলেও অনেক সময় গ্যালারিতে গিয়ে পড়ে। আইপিএলে ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিরা (Virat Kohli) এই মাঠে তাণ্ডব চালান। প্রথম আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ব্রেন্ডন ম্যাকালামের বিধ্বংসী ইনিংস তো ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। সেই ইনিংসও খেলা হয়েছিল এই মাঠেই।

আর সেই মাঠে কি না হাতে মাত্র ১৬০ রানের পুঁজি! প্রথম তিন ওভারে ৩৭ রান হজম করা পেসার অর্শদীপ সিংহের (Arshdeep Singh) হাতে যখন শেষ ওভারে বল তুলে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ রান। অবশ্য বল হাতে ম্যাজিক ওভার করেছেন বাঁহাতি পেসার। মাত্র ৩ রান খরচ করেছেন। তুলে নিয়েছেন এক উইকেটও। ৬ রানে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত।

ম্যাচের পর অর্শদীপ বলেছেন, ‘ম্যাচের বেশিরভাগ অংশে, প্রায় ১৯ ওভার পর্যন্ত আমি ভেবে এসেছি যে, এত রান খরচ করলাম। আমিই না ম্য়াচের খলনায়ক হয়ে যাই। কিন্তু ঈশ্বর আমাকে আর একটা সুযোগ দিয়েছেন। নিজের ওপর বিশ্বাস ছিল। ঈশ্বরকে ধন্যবাদ যে, আমি ম্যাচটা জেতাতে পেরেছি। দলের সকলকেও আমার দক্ষতায় আস্থা রাখার জন্য ধন্যবাদ।’

রবিবার ভারত জিতেছে মাত্র ৬ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রানের নিরিখে এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে কম ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রানে জিতেছিল ভারত।

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬ রানে হারিয়েছে ভারত। যে ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। কারণ, রায়পুরে আগের ম্যাচে ভারত জিতে যাওয়াতেই সিরিজ অন্তত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার আর নিয়মরক্ষার সেই ম্যাচে হল একাধিক ক্রিকেটীয় কীর্তি।

এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে পরে ফিল্ডিং করে চার ম্যাচের চারটিই হেরেছিল ভারত। এই সিরিজে অবশ্য উলটপুরাণ। কারণ, ৪ ম্যাচে প্রথমে ব্যাট করে তিন ম্যাচ জিতল ভারত। একটিতে শুধু পরাজয়।

 রবিবার ভারতের বিরুদ্ধে ১৫ বলে ২২ রান করলেন ম্যাথু ওয়েড। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের (৫৯২ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাড ম্যাক্সের ঝুলিতে ৫৫৪ রান। ৫০০ রান করে তৃতীয় স্থানে অ্যারন ফিঞ্চ। ৪৮৭ রান-সহ চার নম্বরে উঠে এলেন ওয়েড। ৪৭৫ রান করে পঞ্চম স্থানে ইংল্যান্ডের জস বাটলার।

টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে পাকিস্তানের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে পাকিস্তান। দুইয়ে উঠে এল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অবশ্য সমসংখ্যক ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।