‘‌দয়া করে দেখুন যাতে ওনার চিকিৎসা দ্রুত হয়’‌, অর্পিতা প্রসঙ্গে জেল কর্তৃপক্ষকে নির্দেশ বিচারকের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। আগে এই মামলার শুনানিতে জেলের ভিতরের চিকিৎসা নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন অর্পিতা। আর সেই অভিযোগের প্রেক্ষিতে এবার অর্পিতার চিকিৎসা সুনিশ্চিত করতে জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিল আলিপুর আদালত। আজ, মঙ্গলবার শুনানি চলাকালীন জেল কর্তৃপক্ষের উদ্দেশে বিচারক বলেন, ‘‌চিকিৎসা যেন দ্রুত হয় সেটা সুনিশ্চিত করুন।’‌ মঙ্গলবার আলিপুরে বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়–সহ কয়েকজনকে। আলিপুর ইডি আদালতের বিচারক সকলকেই ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশের জেরে ক্রিস্টমাস ডে এবং ভ্যালেন্টাইন ডে—এই দিনগুলিতে জেলের মধ্যেই কাটাবেন। তবে আজ আদালতে অর্পিতা জানান, তিনি অসুস্থ। জেলে বন্দি অবস্থায় তাঁর চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু সুস্থ হতে তাঁর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। আর তখনই অর্পিতার কথা শুনে বিচারক জেল কর্তৃপক্ষকে বলেন, ‘‌চিকিৎসা যেন দ্রুত হয় সেটা সুনিশ্চিত করুন।’ তবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে। তাই শুধু বড়দিন বা নববর্ষই নয়, ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজোটাও জেলেই কাটাতে হবে পার্থ–অর্পিতাদের।

এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য আবেদন জানান তাঁর আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। সেটা কমান্ড হাসপাতাল হলে ভাল হয় বলে জানান তিনি। অর্পিতার আইনজীবী জানান, চিকিৎসার পর অর্পিতা একটু ভাল আছেন। তাঁর এক্স–রে এবং স্ক্যানের দরকার। নিয়মিত যেন চিকিৎসা হয় সেটার আবেদন জানান আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। যদিও ওই আর্জি খারিজ করে দেন বিচারক। জেল কর্তৃপক্ষকে সরাসরি বিচারক পরামর্শ দেন, এসএসকেএম হাসপাতালে অর্পিতার প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে।

আরও পড়ুন:‌ ‘‌ক্ষমতায় আসার আগেই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ!‌’‌, অনুপমের মামলায় মন্তব্য বিচারপতির

অন্যদিকে এদিন আদালতে হাজির ছিলেন জেল কর্তৃপক্ষের প্রতিনিধি। তাঁকেই বিচারক বলেন, ‘আপনাদের উদ্যোগ নিয়ে যেন কোনও সন্দেহ না থাকে। উনি যেন বুঝতে পারেন যে সুচিকিৎসা হচ্ছে। জেলে আপনারাই ওনার অভিভাবক। আপনারা তো শুনেছি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠান। আমাদের রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল। দয়া করে দেখুন যাতে ওনার চিকিৎসা দ্রুত হয়।’ আর অর্পিতাকে বিচারক বলেন, ‘‌জেল কোড অনুযায়ী আপনি জেল কর্তৃপক্ষের দায়িত্বে আছেন। ওখানে যেটা হবে সেটা জেনে নেবেন। আপনার কিছু হলে ওঁরা দায়ী হবেন। জেল কোড অনুযায়ী ওঁরাই এই দায়িত্ব পেয়েছেন।’‌