WI Vs ENG: Shai Hope Equals Virat Kohli, Adam Gillchrist’s Record With Special Ton

অ্যান্টিগা: সদ্য সমাপ্ত ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ় (West Indies Cricket Team)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (WI vs ENG) বিশ্বকাপ পরবর্তী ওয়ান ডে সিরিজ়ের শুরুটা কিন্তু ক্যারিবিয়ান দল দুরন্তভাবে করল। দলের হয়ে অধিনায়কোচিত শতরানে জয় এনে দিলেন শাই হোপ (Shai Hope)। শুধু তাই নয়, ভাগ বসালেন বিরাট কোহলি (Virat Kohli) , ভিভ রিচার্ডসের, অ্যাডাম গিলক্রিস্টদের (Adam Gillchrist) কৃতিত্বেও।

ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হ্যারি ব্রুকের ৭১ ও ফিল সল্ট, জ়্যাক ক্রাউলিদের ছোট ছোট ইনিংসে ভর করে ৩২৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করে ইংল্যান্ড। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিং এবং অ্যালিক অ্যাথানাজ়ে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে শুরুটা দারুণ করেন। শতরানের ওপেনিং পার্টনারশিপে ক্যারিবিয়ানদের হয়ে মজবুত ভিতটা গড়ে দেন। এরপর শাই হোপের অপরাজিত শতরান ও রোমারিও শেপার্ডের ৪৮ রানের ঝোড়ো ইনিংসে চার উইকেটে জয় সুনিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ়। হোপ সাতটি ছক্কা ও চারটি চারের সুবাদে ৮৩ বলে ১০৯ রানের ইনিংসটি খেলেন।

এই শতরানের সুবাদেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে শাই হোপ পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেলেছেন। মাত্র ১১৪ ইনিংস খেলে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন হোপ। বিরাট কোহলি ও ভিভ রিচার্ডসের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন হোপ। দ্রুততম ব্যাটার হিসাবে মাত্র ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করেছেন। 

শাই হোপের কেরিয়ারের এটি ১৬তম আন্তর্জাতিক শতরান। কিপার-ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ। গিলক্রিস্টেরও ১৬টি শতরান করার রেকর্ড রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তিনি ২৩টি শতরান হাঁকিয়েছেন। তারপরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য অবসর ঘোষণা করা কুইন্টন ডি’কক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ু, ‘সেকেন্ড হোম’র দুর্দাশা দেখে উদ্বেগ প্রকাশ সিএসকে তারকার