BCCI And NCA Make Special Rehabilitation Plan For Indian Cricket Team All Rounder Hardik Pandya

বেঙ্গালুরু: বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সেই চোটের জেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যান তারকা অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনালে তাঁর অনুপস্থিতি যে ভারতীয় দল (Indian Cricket Team) হাড়ে হাড়ে টের পেয়েছিল, তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত মাঠের বাইরেই রয়েছেন তারকা অলরাউন্ডার। তিনি যাতে চোটের সমস্যা কাটিয়ে উঠে সম্পূর্ণ সুস্থভাবে মাঠে ফিরতে পারেন, তার জন্য বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই।

হার্দিকের জন্য বিশেষ প্রোগ্রাম

হার্দিক পাণ্ড্য চোট সারানোর জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী এনসিএ-র তরফে হার্দিকের জন্য বিশেষভাবে ১৮ সপ্তাহের এক হাই পারফরম্যান্স প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামে কার্ডিও, শক্তি, অনুশীলন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, পর্যাস্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। পরের বছরই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হবে। আবার ২০২৬ সালেও আরেকটি বিশ ওভারের বিশ্বকাপ রয়েছে। এই দুই বিশ্বকাপের কথা মাথায় রেখেই হার্দিককে তড়িঘড়ি দ্বিপাক্ষিক সিরিজ় নয়, দেখেশুনে পর্যাপ্ত সময় দিয়ে সম্পূর্ণ ফিট করার উপর জোর দেওয়া হয়েছে।

এই পন্থা কিন্তু নতুন নয়। সম্প্রতি কেএল রাহুল, যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারদের ক্ষেত্রেও একই পরিকল্পনা নিয়েছিল ভারতীয় বোর্ড। হার্দিক যাতে আর এই চোটের জেরে সমস্যায় না পড়েন, সেই কথা মাথায় রেখেই বিসিসিআই ও এনসিএ-র তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে হার্দিকের এই চোটের সঙ্গে ২০১৯ সালে প্রাপ্ত তাঁর চোটের কোনও সংযোগ নেই। পরিকল্পনামাফিকই তিনি আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়েও খেলবেন না বলে শোনা যাচ্ছে।  

লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত শুভমন

৫০ ওভারের বিশ্বকাপ শেষের পর ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও, সেই দলে বিশ্বকাপে ফাইনাল হারা ভারতীয় দলের একগুচ্ছ তারকা অনুপস্থিত ছিলেন। সিরিজ় খেলেননি দলের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill)। তিনি আপাতত লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। এই ছুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গিল।

লন্ডনের রাস্তায় ট্রেন্ডি পোশাকে গিলের ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দেন গিল। তাঁর পরনে ছিল বাদামি রঙের ট্রেঞ্চ কোট ও নীল জিন্স। গিল অবশ্য নিজের অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেননি। ছবিগুলি তাঁদের গ্রুপের অংশ রাঘব শর্মা নামে একজন শেয়ার করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরানে বিরাট কোহলি, গিলক্রিস্টদের কৃতিত্বে ভাগ বসালেন শাই হোপ