Jadavpur University: আগে র‍্যাগিং নিয়ে ব্যবস্থা তারপর যাদবপুরে সমাবর্তন বৈঠকের অনুমতি, কড়া রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল গোটা বাংলায়। র‍্যাগিং-এর জেরেই তার মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়। এদিকে সামনেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই সমাবর্তনের জন্য বৈঠক করাটা দরকার। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও কড়া শাস্তি দেওয়া হয়নি বলে অভিযোগ। আর তার জেরে চরম ক্ষুব্ধ রাজ্যপাল।

এদিকে ২৪শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। আর বেশি দিন দেরি নেই। সেক্ষেত্রে সেই বৈঠকের ব্যাপারে রাজ্য়পালের অনুমতি দরকার। কিন্তু সেই বৈঠকের আগে এবার বড় শর্ত দিয়েছেন রাজ্যপাল। তিনি বিশ্ববিদ্য়ালয়কে জানিয়ে দিয়েছেন, ছাত্রমৃত্যুতে কড়া ব্যবস্থা নিলে তারপরই বৈঠকের অনুমতি মিলবে।

এদিকে রাজ্যপাল এই শর্ত আরোপ করার জেরে মারাত্মক সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয়। কারণ তিনি সম্মতি না দিলে বৈঠক করা যাবে না। আবার বৈঠক করতে গেলে যাদবপুরের র‍্যাগিং-এর জেরে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে কড়া ব্যবস্থা নিতে হবে।

এদিকে এই শর্ত আরোপের জেরে বিশ্ববিদ্যালয়ের এখন উভয় সংকটে পড়া অবস্থা। কারণ সমাবর্তনকে ঘিরেই এখন অনিশ্চয়তার মেঘ। কিন্তু এবার প্রশ্ন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীন তদন্ত হওয়ার কথা ছিল। সেই মতো তদন্তও এগিয়েছিল। কিন্তু সেটা বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে?

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন তদন্ত কমিটির রিপোর্টে সামনে এসেছিল বিস্ফোরক সব তথ্য়। যেখানে দাবি করা হয়েছিল, ডিন অফ স্টুডেন্টস ও হস্টেলের দুই সুপার জানিয়েছিলেন তাঁরা র‍্যাগিংয়ের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু উলটে তাদেরকে নানারকম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁদেরকেই হেনস্থা করা হয়েছে।

তবে বর্তমানে রাজ্যপালের কড়া মনোভাবের জেরে যাদবপুরের অ্য়ান্টি র‍্যাগিং কমিটির বৈঠক দ্রুত ডাকা হয়েছে। অন্তত সমাবর্তনের আগে কড়া কিছু পদক্ষেপ নিতে চাইছে বিশ্ববিদ্যালয়। কারণ আগে যে অ্য়ান্টি র‍্যাগিং কমিটি ছিল সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছিল। কিন্তু সেই কমিটির সারবত্তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন খোদ উপাচার্য। তার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অবশ্য সেই কমিটি যে রিপোর্ট দেওয়া হয়েছিল তার কিছু অংশ বাদ দিয়ে সেটাই গ্রহণ করা হয়। কিন্তু সেই রিপোর্ট মেনে কার্যকরী কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটা নয়। তবে এবার কড়া ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।