Mamata Banerjee:অভিষেকের পর BJPকে ‘পকেটমার’ বলে আক্রমণ করলেন মমতা

অভিষেকের পর এবার বিজেপিকে আক্রমণ করতে ‘পকেটমার’ ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন ওরাই সব থেকে বড় পকেটমার। গত সোমবার একই ভাষায় বিজেপিকে আক্রমণ করেছিলেন অভিষেক। ঘটনাচক্রে দমদম বিমানবন্দরে দাঁড়িয়েই এই মন্তব্য করেছিলেন তিনি।

বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এই শুনুন, এগুলো শুনতেও খারাপ লাগে। যারা পকেটমার, তারা বেশি ‘পকেটমার পকেটমার’ বলে চিৎকার করে। ওরা সবচেয়ে বড় পকেটমার। কারণ, মানুষের পকেট সব চেয়ে বেশি কেটেছে ওরা’।

গত সোমবার অভিষেক বলেছিলেন, ‘ছোট বেলা থেকে মা-বাবা বলতেন পকেটমার হইতে সাবধান। রাস্তায় ভিড়ে বা বাসে দেখবেন যে চুরি করে সে কিছুটা দূরে পালিয়ে গিয়ে চোর চোর বলে চিল্লায়। এগুলো হচ্ছে সেই পকেটমার। আমরা ছোট বেলায় এই গল্পগুলো শুনতাম, নিজেরাই পকেট কেটে কিছুদূর দৌড়ে গিয়ে চোর চোর বলে চ্যাঁচাত। বিজেপির নেতাগুলো হচ্ছে সেই পকেটমার।’

রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন শোরগোল ফেলেছে ‘চোর চোর’ স্লোগান। দেশের প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলে আক্রমণ করছেন তৃণমূল বিধায়করা। পালটা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন বিরোধী দলনেতাসহ বিজেপি বিধায়করা।

সুশীল সমাজের একাংশের মতে, রাজনৈতিক ফয়দা তোলার জন্য সমাজের কুপ্রথাগুলিকে নিজেদের হাতিয়ার করছেন রাজনীতিবিদরা। কিন্তু সমাজে এর কী প্রভাব পড়তে পারে সেব্যাপারে উদ্বিগ্ন নন তাঁরা। যার সব থেকে বেশি কুপ্রভাব পড়ছে শিশুমনে। গণমাধ্যমে তাঁদের এই কর্মকাণ্ডের ছবি দেখে বিষিয়ে যাচ্ছে কোমলমতি শিশুমন।