Sukanta Majumder: মহুয়ার বহিষ্কার অনৈতিক হলে সাংসদদের দরজায় রেটচার্ট টাঙিয়ে দেওয়া উচিত: সুকান্ত

লোকসভা থেকে মহুয়া মৈত্রের বহিষ্কার অনৈতিক হয়ে থাকলে সমস্ত সাংসদের বাড়ির দরজার সামনে রেট চার্ট টাঙিয়ে দেওয়া উচিত। এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, মহুয়া দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছেন। তাঁর আরও কঠিন শাস্তি হওয়া উচিত।

এদিন সুকান্তবাবু বলেন, ‘মহুয়াকে বহিষ্কার অনৈতিক হয়ে থাকলে দেশের সমস্ত সাংসদের বাড়ির দরজায় রেট চার্ট টাঙিয়ে দেওয়া উচিত। সুকান্ত মজুমদারকে দিয়ে প্রশ্ন করাতে হলে প্রশ্নপ্রতি ১০ হাজার। সৌগত রায় যেহেতু অনেক দিনের সংসদ তাই তাঁর ১৫ হাজার। মহুয়া মৈত্র যখন দেশে ছিলেন তখন তাঁর আইডি দিয়ে বিদেশ থেকে লগ ইন হয়েছে। উনি নিজে স্বীকার করেছেন যে উপহারের বিনিময়ে প্রশ্ন করেছেন। ওনাকে সহবৎ সমিতির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে উনি নিজের সমর্থনে বক্তব্য রেখেছেন। তার পর ওনাকে প্রশ্ন করা হলে উনি পালিয়ে গিয়েছেন। এখন উনি দাবি করছেন সংসদে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। লোকসভা চলে রুল বুক অনুসারে। মহুয়া মৈত্রের ইচ্ছায় লোকসভা চলে না। লোকসভার রুল বুকে এরকম কোনও অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ব্যবস্থা নেই।’

তিনি বলেন, ‘এর আগে যখন ১০ জন সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল তার মধ্যে ৬ জন বিজেপি সাংসদ ছিলেন। তাদেরও বলতে দেওয়া হয়নি। তখন কংগ্রেসের সরকার ছিল। বিরোধী দলনেতা ছিলেন লালকৃষ্ণ আদবানী। তিনি বলেছিলেন’ আমরা কোনও ভাবেই এই দুর্নীতিকে সমর্থন করি না। তখন লোকসভায় কংগ্রেসের নেতা প্রণব মুখোপাধ্যায় সেজন্য আদবাণীজিকে ধন্যবাদ জানিয়েছিলেন’।

টাকার বিনিময়ে প্রশ্ন করায় শুক্রবার লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। ২ ঘণ্টা আলোচনার পর ধ্বনীভোটে গৃহীত হয় সহবৎ সমিতির চেয়ারম্যান বিনোদ সোনকরের পেশ করা প্রস্তাব। যদিও তার আগেই লোকসভা থেকে ওয়াক আউট করে তৃণমূলসহ INDI জোটের শরিকরা।