পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ১২০০!

পেশাদার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১২০০ ম্যাচ খেলার কীর্তি ছুঁয়েছেন। এমন ম্যাচ স্মরণীয় করতে সব চেষ্টাই করেছিলেন তিনি। আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জেতাতে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টে অবদান রেখেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রোনালদোর ১২০০তম ম্যাচ খেলা নিয়ে পোস্ট দিয়েছিল সৌদি লিগ। অবশ্য এতগুলো ম্যাচ খেললেও সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এখনও তিনি পিছিয়ে আছেন।
সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটনকে পেশাদার ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী বলা হয়ে থাকে। তবে সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। পরিসংখ্যান ভিত্তিক কিছু ওয়েবসাইটে সংখ্যাটা ১৩৯০ বলা হলেও শিলটন নিজে প্ল্যাটফর্ম এক্স-এ সেটাকে ১৩৮৭ দাবি করেছেন।

৩৮ বছর বয়সী রোনালদো এদিন আধা ঘণ্টা পর দলকে এগিয়ে দিয়েছিলেন। সাদিও মানের ক্রস থেকে জাল কাঁপিয়েছেন। তাতে লিগে সর্বোচ্চ স্কোরার হওয়ার দাবিটা আরও জোরালো করেছেন পর্তুগিজ যুবরাজ। এই মৌসুমে ১৬ ম্যাচে তার গোল ১৬টি।

সর্বশেষ আল হিলালের কাছে তারা ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরুর অবদানটাই রাখেন রোনালদো। প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের ব্যবধান বাড়াতেও অবদান রাখেন তিনি। তার অ্যাসিস্টে স্বদেশী ওতাভিওর গোলে স্কোর হয় ২-০। বিরতির পর জোড়া গোল করেছেন আল নাসরের ব্রাজিলিয়ান খেলোয়াড় তালিস্কা। মাঝে একটি সান্ত্বনা সূচক গোল করেছেন আল রিয়াদের আন্দ্রে গ্রে।

পয়েন্ট টেবিলে আল নাসরের অবস্থান দ্বিতীয়। তাদের পয়েণ্ট ৩৭। আল হিলাল ৪৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।