Suvendu On Mahua: পরমাত্মাকে অপবাদ দিতে গেলে নিজেই বিলীন হয়ে যাবেন, মহুয়ার বহিষ্কার নিয়ে শুভেন্দু

লোকসভা থেকে মহুয়া মৈত্রের বহিষ্কারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে তাঁকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্ট করলেন ভিডিয়ো। লিখলেন, তুমি তাঁর মহিমাকে ছোট করতে পারবে না। বরং তাঁর প্রকোপে তুমি মুছে যাবে।

এদিন শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, নস্বরতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন, পরমাত্মাকে উদ্দেশ করে কোনও অপবাদ দেবেন না। তাঁর মহিমাকে খাটো করার ক্ষমতা আপনার নেই। বরং তাঁর প্রকোপে আপনি মুখে যেতে পারেন।

সঙ্গে দীর্ঘ ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শুভেন্দুবাবু। তার প্রথমে রয়েছে মহুয়ার দেওয়া সেই বিতর্কিত সাক্ষাৎকার। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, কালীকে তিনি মাংস ভক্ষণকারী ও সুরা গ্রহণকারী দেবী হিসাবে দেখেন। এর পর দীর্ঘ একটি অংশে রয়েছে কালীর স্ত্রোস্ত্র পাঠ। শেষে রয়েছে লোকসভার স্পিকার মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করছেন সেই ঘোষণার অংশ।

 

টাকার বিনিময়ে প্রশ্ন করায় শুক্রবার লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। ২ ঘণ্টা আলোচনার পর ধ্বনীভোটে গৃহীত হয় সহবৎ সমিতির চেয়ারম্যান বিনোদ সোনকরের পেশ করা প্রস্তাব। যদিও তার আগেই লোকসভা থেকে ওয়াক আউট করে তৃণমূলসহ INDI জোটের শরিকরা।