শহরে বেআইনি পার্কিংয়ের বাড়বাড়ন্তের অভিযোগ, কলকাতা পুরসভা আনছে অ্যাপ

শহরে বেআইনি পার্কিং নিয়ে কলকাতা পুরসভা তৎপর হলেও বিষয়টি নির্মূল করা যায়নি। বরং চোরাগোপ্তা এই বেআইনি পার্কিংয়ের অভিযোগ প্রায়ই শুনতে হয় কলকাতা পুরসভাকে। আর এটাই কলকাতা শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। এবার এই বেআইনি পার্কিং ঠেকাতে নতুন অ্যাপ চালু করল কলকাতা পুরসভা। আজ, শনিবার কলকাতা পুরসভা ভবনে সাংবাদিক বৈঠক করে এই নতুন অ্যাপটি চালুর কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। এই অ্যাপ চোরাগোপ্তা বেআইনি পার্কিং রুখতে সাহায্য করবে।

এদিকে কিছুদিন আগে বেআইনি পার্কিং নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানেও অভিযোগ উঠে এসেছিল। এমনকী এই বেআইনি পার্কিংয়ের জেরে সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছিল। নতুন এই প্রযুক্তিতে যুক্ত থাকবে পরিবহণ দফতর, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। সুতরাং কলকাতার কোনও জায়গায় গাড়ি পার্কিংয়ের কথা অ্যাপে ধরা পড়লেই সেটা অনায়াসেই জানতে পারবে পরিবহণ দফতর। সেখান থেকে এই তথ্য চলে যাবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের কাছে। তার জেরে ধরা পড়ে যাবে বেআইনি পার্কিং।

ঠিক কী বলছেন মেয়র?‌ বেআইনি পার্কিংয়ের জন্য অনেক অভিযোগ শুনতে হয়েছে মেয়রকে। কিন্তু এই অ্যাপ নিয়ে আসার বিষয়ে মেয়র বলেন, ‘‌একসপ্তাহের মধ্যে বেআইনি পার্কিংয়ের জরিমানা জমা করতে হবে সংশ্লিষ্ট গাড়ির মালিককে। যদি গাড়ির মালিক জরিমানার অর্থ জমা না দেন, তাহলে ওই গাড়ির জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে। আবার এক বছরের মধ্যে ওই জরিমানার অর্থ জমা না পড়লে, ওই বছরের শেষে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হবে।’‌ এই বেআইনি পার্কিংয়ের জেরে শহরের রাস্তায় অনেক অসুবিধা হয়। এই অ্যাপ চালু হলে তা আর হবে না।

আরও পড়ুন:‌ পাটনায় অমিত শাহের সভাপতিত্বে বসছে পূর্বাঞ্চল কাউন্সিলের বৈঠক, রবিবার উঠবে দাবি

ঠিক কী বলছেন মেয়র পারিষদ?‌ বেআইনি গাড়ি পার্কিং থেকে পার্কিং লট সবেরই খবর দেবে এই অত্যাধুনিক অ্যাপ। তাতে একদিকে শহরের মানুষের উপকার হবে অপরদিকে কলকাতা পুরসভার আয় বাড়বে। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, আগামী সোমবার থেকে এই অ্যাপ পুরোদমে চালু হয়ে যাবে। বেশ কিছু রাস্তার দু’ধারে পার্কিং করা নিয়েও অভিযোগ জমা পড়েছে মেয়রের দফতরে। সেসব অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তবে শহরে বেআইনি পার্কিং বরদাস্ত করা হবে না।’‌