History Created In WPL Auction 2024 As Kashvee Gautam Becomes The Most Expensive Uncapped Player, Know Details

মুম্বই: আজ মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) দ্বিতীয় মরশুমের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলামে সর্বোচ্চ দাম, দুই কোটি টাকায় বিক্রি হন অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ও কাশভী গৌতম (Kashvee Gautam)। অজ়ি অলরাউন্ডার সাদারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট মহলে পরিচিত মুখ। তবে কাশভীর বিষয়ে অনেকেই তেমন কিছু জানেন না। কে এই ২০ বছর বয়সি অলরাউন্ডার?

বাকিদের থেকে বেশ খানিকটা পরে, ১৪ বছর বয়সে ক্রিকেট খেলাটা শুরু করেন তরুণ তুর্কি। তারপর থেকে শু ডান হাতি বোলিংয়ের পাশাপাশি কাশভীর ব্যাটিংটাও বেশ ভাল। তবে গত মরশুমের আগে নিলামে যেখানে তিনি সুযোগই পাননি, সেখান থেকে সর্বোচ্চ দামে দল পাওয়ার সফরটা কিন্তু স্বপ্নের মতো বললেও, কম বলা হবে না। তবে তারপরেই সিনিয়র মহিলাদের টি-টি-টোয়েন্টি ট্রফিতে তাঁর দুরন্ত পারফরম্যান্স সকলের নজর কাড়ে। মাত্র ৪.১৪ ইকোনমি রেটে সাত ম্যাচে ১২ টি উইকেট নেন কাশভী।

 

জুনে হংকংয়ে আয়োজিত আইসিসি এমার্জিং টুর্নামেন্টে ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের জয়েও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০২০ সালে চণ্ডীগড় ও অরুণাচল প্রদেশের মধ্যেকার একটি অনূর্ধ্ব ১৯ ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকসহ মোট ১০টি উইকেটই নেন বোলার কাশভী। সম্প্রতি মুম্বইয়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণী বেশ ভাল পারফর্ম করেন। দুই ম্যাচে তিন উইকেট নেন তিনি।

তাঁকে আসন্ন ডব্লুপিএলে দলে নিতে তাঁর কড়া দড়ি টানাটানি চলে। ইউপি ওয়ারিয়ার্স তাঁকে দলে নিতে একেবারে মরিয়া হয়ে ঝাঁপায়। দর কাষাকষি বাড়তে বাড়তে তা গিয়ে দুই কোটিতে থামে। দাম দুই কোটিতে পৌঁছলে, ইউপি দৌড় থেকে সরে দাঁড়ায়। রেকর্ড মূল্যে গুজরাত জায়ান্টসেই (Gujarat Giants) যোগ দেন কাশভী। তরুণ তুর্কি ডব্লিউপিএলে কেমন পারফর্ম করেন, সেটা দেখার জন্য কিন্তু সকলেই মুখিয়ে রয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ! অনুরাগীর জন্মদিন উদযাপনে হাজির স্বয়ং ধোনি