BSP Suspends Danish Ali: মহুয়ার হয়ে গলা ফাটাতেন, এবার দল থেকেই সাসপেন্ড এমপি দানিশ আলি

এমপি দানিশ আলিকে সাসপেন্ড করল বিএসপি। বহুজন সমাজবাদী পার্টির ওই এমপি বার বার দলবিরোধী কাজ করছিলেন বলে অভিযোগ।এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

পার্টি বিবৃতি জারি করে জানিয়েছে, আপনাকে বার বার বলা হচ্ছিল দলের বিরুদ্ধে গিয়ে কোনও বিবৃতি দেবেন না। দলের পলিসি, আদর্শ, শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনাকে বার বার বলা হয়েছে। কিন্তু তারপরেও আপনি সতর্ক হননি। বার বার আপনি দলের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন।

দানিশ আলি এর আগে জনতা দল সেকুলারের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বলে খবর। এনিয়েও দল তাকে সতর্ক করেছিল।

দলের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেবে গৌড়ার অনুরোধে আপনাকে টিকিট দেওয়া হয়েছিল। সেই সময় বলেছিলেন পার্টির নীতি আদর্শ মেনে চলবেন। আর এখন আপনি সেসব ভুলে গিয়েছেন। সেকারণে আপনাকে সাসপেন্ড করা হল। তবে এমপিকে সাসপেন্ড করা নিয়ে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে এর আগে বিজেপি এমপি রমেশ বিধুরি দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এরপর তিনি একাধিক বিরোধী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর। শুক্রবার তিনি সংসদ চত্বরে একক প্রতিবাদেও শামিল হয়েছিলেন। এমনকী তিনি বহিষ্কার হওয়া তৃণমূল এমপি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বার বারই আওয়াজ তুলেছিলেন।

প্রসঙ্গত জনতা দল সেকুলারের সঙ্গে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন দানিশ। এরপর ২০১৯ সালে বিএসপিতে তিনি যোগ দেন। এরপর দেবে গৌড়ার সহায়তায় তিনি ৬ দিনের মধ্য়ে ভোটে লড়ার টিকিট পেয়ে যান। বিজেপির কানওয়ার সিংয়ের বিরুদ্ধে তিনি ভোটে লড়েছিলেন। ৬৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। সেই দানিশ আলিকে অবশেষে দল থেকে বহিষ্কার করল বিএসপি। বহুজন সমাজবাদী পার্টির ওই এমপি বার বার দলবিরোধী কাজ করছিলেন বলে অভিযোগ।এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।