Digital Map: আর পথ হারাবে না যুদ্ধ বিমান, যুক্ত হচ্ছে ভারতে তৈরি ডিজিটাল ম্যাপ

আত্মনির্ভর ভারত। এবার ভারতীয় যুদ্ধ বিমানের পাইলটরা যাতে দিগভ্রষ্ট হয়ে না যান সেকারণে ভারতে তৈরি ডিজিটাল ম্যাপ ব্যবহার করবেন পাইলটরা। বিমান নিয়ে ওড়ার সময় পাইলটরা ককপিটে বসেই ওই ম্যাপের উপর নজর রাখতে পারবেন। এর মাধ্য়মে ওই বিমান ভুল রুটে যাবে না। একথা জানিয়েছেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ডিরেক্টর, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর অ্যান্ড ডি, ডিকে সুনীল। খবর এনডিটিভি সূত্রে।

এই ধরনের ম্য়াপ ব্যবহার করলে পাইলটদের অত্যন্ত সুবিধা হবে। কোনও সময় যদি যুদ্ধ লাগে তবে যুদ্ধবিমানগুলিকে দেশের আকাশ সীমার মধ্যে রাখার প্রয়োজনীয়তা থাকে। তবে এই ডিজিটাল ম্য়াপ থাকলে কোনওভাবেই সমস্য়া হবে না। ডিজিটাল ম্যাপের মাধ্যমে এই যুদ্ধ বিমান চালানোর ক্ষেত্রে আরও সুবিধা হবে।

ওই আধিকারিক জানিয়েছেন, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক চিত্র হিসাবে ওই ডিজিটাল ম্য়াপ দেখা যাবে। কোনও পাহাড়ি এলাকার উপর দিয়ে যাওয়ার সময় এই ম্যাপ বার বার সতর্ক করবে পাইলটকে। এমনকী শত্রুর মিলিটারি বেস কোথায় রয়েছে সেটা জানিয়ে দেবে এই ডিজিটাল ম্যাপ। তবে কোনও বিদেশি ব্যাপার নয়, একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ম্যাপ। আত্মনির্ভর ভারতের ধারনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য়ে এই যাত্রা।

তবে পৃথিবীর খুব কম দেশই এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল ম্যাপ তৈরি করতে পেরেছে। দেশের সমস্ত ফাইটার জেটে এই ধরনের ম্যাপ যুক্ত করা হবে। এর জেরে কোনওভাবেই যুদ্ধ বিমান এদিক ওদিক চলে যাবে না।

এর জেরে যুদ্ধবিমান কোনওভাবেই দিগভ্রষ্ট হবে না। আগে এই ধরনের প্রযুক্তি কেবলমাত্র বিদেশ থেকে আনা হত। তবে বর্তমানে এই ধরনের প্রযুক্তি কেবলমাত্র একেবারে দেশীয়ভাবে আনা হচ্ছে। দেশের সমস্ত যুদ্ধবিমানে এই ধরনের প্রযুক্তি সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে কোনওভাবেই পথ হারিয়ে ফেলবে না যুদ্ধ বিমান। কোথায় শত্রু ঘাঁটির তার অবস্থান একেবারে জ্বল জ্বল করবে চোখের সামনে। এতটাই উন্নত এই দেশীয় প্রযুক্তির ডিজটাল ম্যাপ।