Sourav Ganguly Exclusive: Sourav Ganguly Is Going To Tripura Tomorrow For Doing A Shoot For Tripura Tourism Sourav Chakraborty Will Direct That Ad


তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁর প্রত্যেকটা পদক্ষেপ ফেলা হয় আতস-কাচের তলায়। ২২ গজের এই তারকাকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানিও কম হয়নি। কখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ নিয়ে বিতর্ক, কখনও আবার স্পেনের মাটিতে দাঁড়িয়ে তাঁর রাজ্যে শিল্প আনার বার্তা… বিতর্কের আঁচে মাঝে মাঝে বিব্রত হয়েছেন স্বয়ং ‘মহারাজ’ও!

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ত্রিপুরা পর্যটনের মুখ। বিজেপি শাসিত এই রাজ্যের পর্যটন শিল্পের নতুন একটি ভিডিও শ্যুট করার জন্য আগামীকাল ত্রিপুরায় পাড়ি দেওয়ার কথা সৌরভের। আর এই শ্যুটিংয়ের পরিচালনায় দায়িত্বে রয়েছে আরেক সৌরভ। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সদ্য  ওয়েব সিরিজ ‘রাজনীতি’- পরিচালনায় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। প্রায় শেষ পর্যায়ে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’-র কাজও। তাঁর হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবশ্রী রায় (Debosree Roy)। ‘হইচই’ (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। তবে এই প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করবেন সৌরভ। 

বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার পর্যটনের মুখ হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারে কেন গুরুত্বপূর্ণ, তা জানতে গেলে ২২ গজ নয়, ফিরে দেখতে হবে রাজনৈতিক যোগসূত্রকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দ্বিতীয় মেয়াদকালের জন্য দেখা যায়নি। সেই সময়ে মনে করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহের (Joy Shah) অঙ্গুলিহেলনেই কার্যত অপসারিত হয়েছেন সৌরভ। গেরুয়া শিবিরের দিকে তীব্র আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেস। অনেককেই বলতে শোনা গিয়েছিল, বিজেপিতে যোগ দেননি বলেই বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে যোগ্য প্রার্থী সৌরভকে সরিয়ে দেওয়া হল। এরপরে, স্পেনের মাটিতে দাঁড়িতে পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প আনার বার্তা দিয়েছিলেন সৌরভ। ‘মহারাজ’-এর সেই বক্তব্যের পড়েও বিজেপির তরফ থেকে ভেসে এসেছিল একাধিক কটাক্ষ।

তবে সেই বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছে বিশ্বকাপের সময়। ইডেন গার্ডেন্সসে পাশাপাশি দেখা গিয়েছিল জয় শাহ ও সৌরভকে। পাশাপাশি বসে ম্যাচ দেখেছিলেন তাঁরা। বিশ্বকাপ ফাইনালেও জয় শাহ, অমিত শাহের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে বসে ম্যাচ দেখেছিলেন সৌরভ। আর তারপরেই সৌরভের এই ত্রিপুরা সফর।

আরও পড়ুন: Shah Rukh Khan: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে আইনি জটিলতায় শাহরুখ, অজয়, অক্ষয়! নোটিস পাঠাল আদালত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।