‘Might Not Have As Much Money As BCCI’: Sunil Gavaskar Blasts Cricket South Africa Over Washed Out IND Vs SA 1st T20I

ডারবান: গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। মেঘাচ্ছন্ন আকাশ থাকায় গতকাল  পিচ ঢাকা ছিল ডারবান এ কিংসমিডে। কিন্তু গোটা মাঠ কেন ঢাকা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সুনীল গাওস্কর।  এ বিষয়ে বিসিসি-র প্রসঙ্গ টেনে তিনি এমনও খোঁচা দিয়েছেন যে হয়তোবা ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে বিসিসি এর মত টাকা নেই।  

সম্প্রচারকারী এক চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে গাওস্কর বলেন, “প্রত্যেক ক্রিকেট বোর্ডের কাছেই প্রচুর টাকা রয়েছে। হতেই পারে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের মত হয়ত টাকা ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে নেই, কিন্তু তবুও এটুকু বলতে বাধ্য হচ্ছি যে গোটা মাঠ ঢাকার জন্য কভার কেনার টাকা অন্তত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের রয়েছে।  যদি ওরা বলে যে সেই টাকা ওদের নেই তাহলে মিথ্যে কথা বলছে।”

গাভাস্কার আরও বলেন, “যদি গোটা মাঠ ঢাকা থাকত, তাহলে বৃষ্টি কমে গেলে ম্যাচ শুরু করার মত একটা পরিস্থিতি তৈরি হয। এখানে যদিও বৃষ্টি পড়েও হয়েছে কিন্তু শুধুমাত্র পিচ ঢাকা থাকবে আর  আর পুরো গ্রাউন্ড খোলা থাকবে এ কেমন অবস্থা!”  ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রসঙ্গও টেন এনেছেন গাওস্কর।  উল্লেখ্য, সেই টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচই বৃষ্টির জন্য   ভেস্তে গিয়েছিল।  শ্রীলংকার দুটো ম্যাচ পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে খেলা সম্ভব হয়নি ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টি তাল কেটেছিল। 

ম্যাচের আগে থেকেই ডারবানের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঠও কভারে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। টসও হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মঙ্গলবার, ১২ ডিসেম্বর, জেবারখায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ়ের শেষ ম্যাচ জোহানেসবার্গের ১৪ ডিসেম্বর। আজ থেকে সিরিজ় শুরু হলেও, এখনও কিন্তু দলের সঙ্গে রামধনুর দেশে যোগ দেননি দীপক চাহার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের?