Smoke in Train: এক সপ্তাহে পর পর বিপত্তি! ওড়িশার পর তেলাঙ্গানায় ট্রেনে ধোঁয়া ঘিরে আতঙ্ক, হতাহতের খবর নেই

ওড়িশার পর এবার তেলাঙ্গানা। ফের ট্রেন থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সেকেন্দ্রাবাদ- সিরপুর-কাগজনগর ট্রেন থেকে এদিন ধোঁয়া বের হতে শুরু করে। রবিবার সকালের দিকের এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর আগে, সদ্য ওড়িশার কটক স্টেশনে ভুবনেশ্বর-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে যায়। তার জেরেও ছড়িয়েছিল আতঙ্ক। এরপর তেলাঙ্গানায় নতুন করে ট্রেনে এই বিপত্তির ঘটনায় প্রশ্ন উঠতে থাকে রেলের নিরাপত্তা নিয়ে। 

রেল সূত্রের খবর, ব্রেক বাইন্ডিং সমস্যার জেরে ওই দুর্ঘটনা ঘটে যায়। দক্ষিণ মধ্য রেলের তরফে জানানো হয়েছে, ব্রেক বাইন্ডিংয়ের সমস্যাই এই রেল দুর্ঘটনার কারণ। তবে নতুন করে এই ধোঁয়া ওঠার ঘটনায়, বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে। এদিকে, ঘটনার পর পরই ব্রেক নিয়ে পদক্ষেপ করেন রেল আধিকারিকরা। রেলের সংশ্লিষ্ট বিষয়ের কর্মীরে এগিয়ে আসেন। ব্রেক সংক্রান্ত সমস্যা কাটলে, ট্রেন ফের একবার নিজের গতিতে এগোতে থাকে।ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এই নিয়ে একই সপ্তাহের মধ্যে ২ বার ট্রেনে আগুন ও ধোঁয়া বের হওয়ার পর পর ঘটনা দেখা গেল। কটকে জনশতাব্দী এক্সপ্রেসের বিপত্তির পর এবার তেলাঙ্গানায় ট্রেনে এই বিপত্তি আরও কিছুটা উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখ্য, বছরের মধ্যভাবে ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি আজও তাজা রয়েছে। সেখানে শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা, ও তার চেয়েও বেশি মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে গোটা দেশ। এরপর রেলের নিরাপত্তা নিয়ে বহু ধরনের প্রশ্ন উঠেছে। যদিও রেলও যাত্রী নিরাপত্তা সুরক্ষিত করতে একাধিক পদক্ষেপ করে চলেছে। তবে তারই মাঝে তেলাঙ্গানার ঘটনায় ফের আতঙ্ক ছড়াল।

( Mayawati’s Nephew: ভাইপো পার্টির উত্তরসূরি! ঘোষণা পিসি মায়াবতীর, লোকসভার আগে ময়দানে BSPর ‘বুয়া-ভাতিজা’ যুগলবন্দি)

( Narayan Murthy: ‘ভোর ৬.২০ তে অফিস যেতাম, থাকতাম রাত ৮.৩০ পর্যন্ত’, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পক্ষে ফের সরব নারায় মূর্তি)

রেল সূত্রে খবর, ট্রেনটি বিবিনগরে ১৫ মিনিটের জন্য থামানো হয়েছিল, রেলের কর্মীরা ব্রেক রিলিজ করে দেযন এবং তারপরে ট্রেনটি তার স্বাভাবিক যাত্রা শুরু করে। আগুন এখন আর নেই। আজ সকাল ৯টা ১৫ মিনিটে সেকেন্দ্রাবাদ-সিরপুর-কাগজনগর ট্রেনে এই ঘটনা ঘটে। এর আগে, ওড়িশার কটকে জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়াতেই আগুন দেখা যায়, নিচের অংশ থেকে। তারপরই রেল কর্মীদের তৎপরতায় সেই আগুন নিভিয়ে যান্ত্রিক ত্রুটি মেরামতি করা হয়। সেই ঘটনাতেও কোনও হতাহতের খবর নেই।