Vijay Hazare Trophy: Bengal Lost To Haryana By 4 Wickets In Quarter Final At Rajkot, Shahbaz Ahmed’s Century Went In Vain

রাজকোট: ঘরোয়া ক্রিকেটে বাংলার (Bengal Cricket Team) ব্যর্থতার ছবি পাল্টাল না। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) সাড়া জাগিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, ট্রফির স্বপ্ন অপূর্ণ রেখেই রাজকোট থেকে ফিরতে হচ্ছে বাংলার ক্রিকেটার ও কোচিং স্টাফদের। সোমবার রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাকে ৪ উইকেটে হারিয়ে দিল হরিয়ানা। শাহবাজ আমেদের সেঞ্চুরি ব্যর্থই হল। মাথা নীচু করে মাঠ ছাড়তে হল সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারদের।

টস জিতে বাংলাকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় হরিয়ানা। যারা টানা ৬ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নেমেছিল। রান পাচ্ছিলেন না বলে শেষ আটের ম্যাচে বাংলার প্রথম একাদশে খেলানো হয়নি শাকির হাবিব গাঁধীকে। তাঁর পরিবর্তে যে রণজ্যোৎ সিংহ খইরাকে খেলানো হবে, সে খবর রবিবারই জানিয়েছিল এবিপি লাইভ। সেই মতো সোমবার অভিষেক পোড়েলের সঙ্গে ইনিংস ওপেন করেন রণজ্যোৎই। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৬ রান করে ফিরলেন।

তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকল বাংলার। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ২১ রান করে ফিরলেন। বল করতে এসেই বাংলা শিবিরকে ধাক্কা দেন যুজবেন্দ্র চাহাল। ফিরিয়ে দেন বাংলার ক্রাইসিস ম্যান অনুষ্টুপ মজুমদারকে (১৪)। ঋত্বিক রায়চৌধুরী ফেরেন ৫ রানে। ম্যাচের পর ম্যাচ তাঁকে খেলিয়ে গেলেও, মনে রাখার মতো কিছু করেননি ঋত্বিক। বরং দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বলা হয়, ময়দানের প্রভাবশালী কর্তার ছেলে বলে খেলিয়ে যাওয়া হয় ঋত্বিককে। পারফরম্যান্স দিয়ে অন্তত সমালোচনা বন্ধ হওয়ার মতো কিছু করেননি তিনি।

৯৩/৫ হয়ে যাওয়ার পর বাংলার ইনিংসের হাল ধরেন শাহবাজ আমেদ। জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও নজর কেড়েছেন। সোমবার রাজকোটে পাল্টা আক্রমণ শুরু করেন তিনিই। ১১৮ বলে ১০০ রান করেন শাহবাজ। লিস্ট এ ম্যাচে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ৫০ ওভারে ২২৫ রানে অল আউট হয়ে যায় বাংলা। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে হরিয়ানার সেরা বোলার চাহালই। ২টি করে উইকেট সুমিত কুমার ও রাহুল তেওয়াটিয়ার। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়েছিল হরিয়ানা। ওপেনার যুবরাজ সিংহকে মাত্র ১ রানে ফেরান মহম্মদ কাইফ। ঈশান পোড়েল ফেরান হিমাংশু রানাকে (১০)। ১৪/২ হয়ে যাওয়ার পর আশার আলো দেখেছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ইনিংস ওপেন করতে নেমে ১০২ বলে ১০২ রান করে বাংলার আশার আলো নিভিয়ে দেন অঙ্কিত কুমার। ২৯ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ হরিয়ানার।

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।