গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় হামাসের হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনারা প্রাণ হারিয়েছেন। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর ৫ম বিগ্রেডের ৮১১১তম ব্যাটেলিয়ানের। খান ইউনিস শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

গত রবিবার গাজায় আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়। খান ইউনিসে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বেড়েছে। গত কয়েকদিনে যেসব সেনা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে। ৭ অক্টোবর  সংঘাত শুরুর পর থেকে হামলায় ৪৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু করে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।