Mohammed Shami’s Farmhouse Security Gets Increased As Fans Gather To Meet Him

নয়াদিল্লি: ভারতীয় দল বিশ্বকাপ জিততে না পারলেও, টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সর্বাধিক উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন ভারতের তারকা ফাস্ট বোলার। বিশ্বকাপের তাঁর অনবদ্য পারফরম্যান্সের পর তিনি স্বাভাবিকভাবেই ‘ফ্যান ফেভারিট’ হয়ে উঠেছেন। তবে এই জনপ্রিয়তার জেরেই নাজেহাল অবস্থা শামির।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রিল পোস্ট করেন শামি যেখানে উত্তরপ্রদেশে তাঁর বাড়ির সামনে শয়ে শয়ে অনুরাগীর জমায়েত দেখা যাচ্ছে। তাঁকে এক ঝলক দেখার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্যই অনুরাগীরা ভিড় জমান। আর এর জেরেই বাধ্য হয়ে শামির বাড়িতে নিরাপত্তা আরও কড়াকড়ি করতে হল। বিশ্বকাপে শামি প্রথম চারটি ম্য়াচ না খেললেও, দলে আসার পর থেকেই অনবদ্য পারফর্ম করেন। সাত ম্যাচে তিনি ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। 

 


উত্তরপ্রদেশের অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন শামি। তবে উত্তরপ্রদেশ নয়, তিনি নিজের রাজ্যে সুযোগ না পেয়ে বাংলায় চলে আসেন। বাংলা দলের হয়েই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন এবং সেখান থেকেই জাতীয় দলের হয়ে সুযোগ পান। শামির বোলিংয়ে টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারস মামব্রে অভিভূত। শামি প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘শামি অসম্ভব পরিশ্রমী। নেটে  ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে ও।  নিজেকে নিখুঁত করে তুলতে চায় ক্রমাগত।  এভাবে রিস্ট পজিশনে সঠিক রেখে আপরাইট সিমের ওপর টানা পরপর বল করে যাওয়া মুখের কথা নয়। ও সত্যি বিস্ময়।’

শামিকে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে আবার খেলতে দেখা যেতে পারে। তবে সবটাই শামির ফিটনেসের উপর নির্ভরশীল। আশা করা হচ্ছে টেস্ট সিরিজ় শুরুর আগে শামি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানেই ফিটনেস পরীক্ষা দিয়ে রামধনুর দেশের উদ্দেশে উড়ে যাবেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: অভিষেকই হয়নি তিন ক্রিকেটারের, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ১৬ জনের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের