IPL Auction 2024 Check List Of Players With Rs 50 Lakh Base Price

দুবাই : প্রাথমিকভাবে নাম লিখিয়েছিলেন মোট ১১৬৬ জন। যেখান থেকে বাছাই-ঝাড়াই করে শেষপর্যন্ত আসন্ন আইপিএলের নিলাম (IPl Auction 2024) টেবিলে উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে আবার দু’জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। এদিকে, মোট ৩৩৩ জন খেলোয়াড় নিলামে উঠলেও বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মাত্র ৭৭ জন ক্রিকেটারকেই নেওয়ার জায়গা রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে। বিদেশি ৩০ জনের স্থান ফাঁকা রয়েছে। তাই সবমিলিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

ক্রিকেটার ধরে রাখা-ছেড়ে দেওয়ার জমজমাট ট্রেডিং পর্ব শেষে এবার সবার নজর নিলামে। দলের ভারসাম্য গড়ে তুলতে প্রয়োজনীয় ক্রিকেটারদের স্কোয়াডে নেওয়ার লক্ষ্যে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বসতে চলেছে নিলামের আসর। ২০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত বেস প্রাইস রেখেই যে নিলামে নামছেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললে কোনও ক্রিকেটারের দর কতটা উঠতে পারে, তা নিয়ে নতুন করে বলে দেওয়ার মনে হয় দরকার নেই। তবে উল্লেখযোগ্যভাবে ৫০ লাখ টাকার নূন্যতম দম বেঁধে নিলামে নামতে চলেছেন একাধিক স্টার ক্রিকেটার। যে তালিকায় কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে বিশ্বের নজরকাড়া কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র থেকে শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা রয়েছেন যেমন, তেমনই রয়েছেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন মণীশ পান্ডে, করুণ নায়াররা।

একঝলকে দেখে নিন ৫০ লাখের বেস প্রাইস নিয়ে আইপিএল নিলামে নামছেন কোন ক্রিকেটাররা- 

রাচিন রবীন্দ্র, দিলশান মাদুশঙ্কা, করুণ নায়ার, মনীশ পাণ্ডে, জয়দেব উনাদকাত, হনুমা বিহারী, আজমাতুল্লা ওমরজ়াই, কেএস ভারত, কুশল মেন্ডিস, শিবম মাভি, চেতন সাকারিয়া, সিদ্ধার্থ কৌল, বরুণ অ্যারন, কেশব মহারাজ, ওডেন স্মিথ, ট্রিস্টান স্টাবস, আকেল হোসেন, মহম্মদ ওয়াকার সালামখেল, তাবরিজ শামসি, আলিক আথাঞ্জে, মার্ক চ্যাপম্যান, স্যামুয়েল হাইন, রেজা হেনড্রিক্স, ব্র্যান্ডন কিং, ইব্রাহিম জা়রদান, নাজবুল্লা জারদান, সন্দীপ ওয়ারিয়র।                                                   

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।