ICC T20 Ranking: Suryakumar Yadav Strengthens His Top Spot In ICC T20 Ranking, Know In Details

দুবাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত (IND vs SA) হারলেও, হাফসেঞ্চুরি করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাট হাতে ভাল ফর্মের পুরস্কারও পেলেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বুধবার টি-টোয়েন্টি খেলোয়াড়দের যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন স্কাই।

ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন ভারতের রিঙ্কু সিংহ। রিঙ্কু ৪৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তাঁর ঝুলিতে ৪৬৪ রেটিং পয়েন্ট রয়েছে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন রিঙ্কু। তিনি ৩৯ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।

সূর্যকুমার যাদব ৮৬৫ নম্বর নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৫৬ রান করেছিলেন সূর্যকুমার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। তবে ব়্যাঙ্কিংয়ে পুরস্কৃত হয়েছেন ভারতীয় তারকারা। দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকস এখন আট নম্বরে উঠে এসেছেন। সূর্য ছাড়াও প্রথম দশে রয়েছেন ভারতের রুতুরাজ গায়কোয়াড় (৬৮১ পয়েন্ট)। তালিকার সাত নম্বরে রয়েছেন তিনি।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম, বাবর আজম, রিলি রুসৌ। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। তবে সাত পয়েন্ট হারিয়েছেন রবি। তিনি ৬৯২ পয়েন্ট পেয়েছেন। আফগানিস্তানের স্পিনার রশিদ খানেরও সমান সংখ্যক পয়েন্ট রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির প্রথম একাদশে জায়গা পাননি রবি বিষ্ণোই। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান (২৭২ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রয়েছেন মারক্রাম।

রিঙ্কু তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে সকলের মন জয় করে নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারে নিজের প্রথম হাফসেঞ্চুরিটি করেন রিঙ্কু। যদিও ম্যাচ হেরেছে ভারতীয় দল। রিঙ্কু তাঁর ইনিংসে ২ ছক্কা মারেন। তাঁর একটি ছক্কা প্রেস বক্সের কাচ ভেঙে দেয়। তিনি এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন।

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে