ক্রিকেটে আমূল বদল চায় দ্বীপরাষ্ট্র, কিংবদন্তির কাঁধেই এবার গুরুদায়িত্ব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) সাম্প্রতিক সময়ে চরম ডামাডোলের মধ্য়ে দিয়ে যাচ্ছে। মাঠে ও মাঠের বাইরে একের পর এক ধাক্কা খেতে হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে। এবার শ্রীলঙ্কা ক্রিকেট চাইছে আমূল পরিবর্তন। সেই পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তারা। বৃহস্পতিবার সন্ধ্য়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল। সেই দেশের কিংবদন্তি ক্রিকেটার সনথ জয়সূর্যকে (Sanath Jayasuriya) এক বছরের জন্য় ক্রিকেট পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল। 

আরও পড়ুন: Indian Cricket Team: ‘চক দে ইন্ডিয়া’, ৮৮ বছরে দ্বিতীয়বার! দেশের মেয়েরা ক্রিকেট ইতিহাসে

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট অবিলম্বে এক বছরের জন্য, পূর্ণকালীন ক্রিকেট পরামর্শদাতা’ হিসেবে সনথ জয়সূর্যকে নিয়োগ করল। জয়সূর্য শ্রীলঙ্কা ক্রিকেটের জাতীয় অনুষ্ঠানকে পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াকে নিশ্চিত করবেন। সমস্ত খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পর্যবেক্ষণ করবেন তিনি। তাঁদের উৎকর্ষতা প্রদানও করবেন। হাই পারফরম্য়ান্স সেন্টারের সঙ্গে যুক্ত সকল দলের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কোচিং দেবেন জয়সূর্য। চলতি খেলোয়াড় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে, ব্যক্তিগত দক্ষতা বিকাশের কৌশল বাস্তবায়ন এবং অ্যাথলিট ম্য়ানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত সকল খেলোয়াড়দেরও দেখভাল করবেন জয়সূর্য।’

গতকাল শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছিল যে, নতুন ক্রিকেট নির্বাচন কমিটি গঠন করা হবে দুই বছরের জন্য়। এই ঘোষণা করেছেন স্বয়ং সেদেশের ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। এই কমিটির মাথায় থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার উপুল থরঙ্গা। কমিটিতে আছেন অজন্থা মেন্ডিস, ইন্ডিকা ডে সরম, থরঙ্গা পরনাভিতানা ও দিলরুয়ান পেরেরার মতো প্রাক্তন ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা আগামী বছর জিম্বাবোয়ে সফরে যাবে। এই কমিটিই সেই দল বেছে নেবে। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হারের পরেই আসে বিশ্বকাপ বিপর্যয়। এরপর শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়েছিস আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছিল যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্বয়ংশাসিত সংস্থা। সেখানে সরকারি হস্তক্ষেপ মোটেই ভালো চোখে দেখেনি আইসিসি। যার জেরে নেমে এসেছিল নির্বাসনের খাঁড়া। মঙ্গলবার অর্থাৎ আজ ছিল আইসিসি-র বোর্ড মিটিং। সেখানেই শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আইসিসি। আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

আরও পড়ুন: David Warner | AUS vs PAK: বিদায়লগ্নে ভয়ংকর বিধ্বংসী ওয়ার্নার, সেঞ্চুরিতে সর্বকালীন রেকর্ড মহারথীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)