মোদী–শাহের পর পর সফর কলকাতায়, লোকসভা নির্বাচনের আগে আনাগোনা শুরু

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ডিসেম্বর মাসের অর্ধেক হতে চলেছে। সংসদের শীতকালীন অধিবেশন ২২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। আর তারপরই আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে যোগ দিতে। আর তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসবেন বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, অমিত শাহের উপস্থিতিতেই কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি।

এদিকে লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়তেই আনাগোনা শুরু হচ্ছে বিজেপি নেতা–মন্ত্রীদের বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা তেমনই মনে করছেন। একুশের নির্বাচনের পর আবার একবার বঙ্গে আগমন। ইতিমধ্যেই সুনীল বনসল রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া ও অমিত মালব্য ছিলেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানেই এই শাহ–নড্ডার আসার কথা জানানো হয় বলে সূত্রের খবর।

অন্যদিকে এই বৈঠকে উঠে আসে বুথস্তরের সংগঠনকে দ্রুত শক্তিশালী করার কথা। কিন্তু সংগঠনের যা হাল তা দিয়ে লোকসভা নির্বাচন লড়লে ভরাডুবি একেবারে অবশ্যম্ভাবী বলে মানছেন শীর্ষ নেতারা। তাই রাজ্যে বুথস্তরে সংগঠন ঠিক করতে বলেছেন তাঁরা। কোথায় সমস্যা হচ্ছে সেটা রাজ্য নেতাদের কাছে শোনেন তাঁরা। বিজেপি সূত্রে খবর, সব শোনার পরে এই সমস্যা দূর করতে রাজ্য নেতৃত্বকেই উদ্যোগ নিতে বলা হয়। নতুন করে পরিকল্পনার কথা ভাবতে নির্দেশ দেন তাঁরা। তাঁদের নির্দেশ, জানুয়ারি মাসের মধ্যে বুথ সশক্তিকরণ কর্মসূচি শেষ করতে হবে।

আরও পড়ুন:‌ ‘‌কর্নাটকের বিজেপি সাংসদকে বহিষ্কার করতে হবে’‌, সংসদে হামলার ঘটনায় সরব তৃণমূল

আর কী জানা যাচ্ছে?‌ বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী কোনও রাজনৈতিক সফরে এবার আসছেন না। তাই কর্মসূচি সেরেই চলে যাবেন। তারপর আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বঙ্গ–বিজেপি নেতাদের যে হোমওয়ার্ক দিয়েছিলেন তা খতিয়ে দেখবেন। এই বৈঠকে সুনীল বনসল রাজ্য নেতাদের জানান, খুব শীঘ্রই অমিত শাহ এবং জেপি নড্ডা আসবেন বঙ্গে। তাঁরা দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন। বিস্তারকদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ–নড্ডা। এই বিষয়ে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব নিয়মিত আসেন। এটা আমাদের দলের পরম্পরা। নভেম্বর মাসেই তো অমিত শাহজি এসেছিলেন। জানুয়ারি মাস থেকে প্রতি মাসেই নেতৃত্বরা আসবেন।’