IND Vs ENG Test Harmanpreet Kaur Feels India Have Opportunity To Take Women’s Cricket A Notch Higher

মুম্বই : ২০১৪-র পর ২০২৩। মাঝে দীর্ঘ ৯ বছর। দীর্ঘ সময়ের ব্যবধানে ফের ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। বৃহস্পতিবার থেকে নবি মুম্বইয়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যে লড়াইয়ে জোড়া লক্ষ্য নিয়েই মাঠে নামছেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)।

একদিকে, সদ্য সমাপ্ত টি ২০ সিরিজে হারের বদলা, অন্যদিকে ভারতে মহিলা ক্রিকেটকে আরও খানিকটা উচ্চতায় পৌঁছে দেওয়ার বলা ভাল বদলে নজর। সম্প্রতি হয়ে যাওয়া ওম্যান্স লিগের নিলামে দেখা গিয়েছে একাধিক ক্রিকেটারদের বড় দর পেতে। পাশাপাশি স্মৃতি মান্ধানা-জেমিমা রডরিগেজদের টি ২০ যুদ্ধ দেখতে মাঠ ভরিয়েছিলেন অনেকেই। মুম্বইয়ে বিনামূল্যে ম্যাচ দেখার ভিড় এতটাই হয়েছিল যে তৈরি হয়েছিল বিশৃঙ্খলাও।

তাই ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামার আগে হরমনপ্রীত বলেছেন, মহিলাদের ক্রিকেটে দিনদিন উন্নত হচ্ছে ভারতে। আমাদের টি ২০ ম্যচ দেখতে অনেক দর্শক মাঠ ভরিয়েছিলেন। মহিলাদের ক্রিকেটে বাকি দলগুলিও এখানে এসে খেলতে চাইছে। যা দারুণ ইতিবাচক এক ইঙ্গিত। তাই এই টেস্ট ম্যাচ আমাদের কাছে বড় সুযোগ দেশের মহিলা ক্রিকেট নিয়ে বাড়তে থাকা উৎসাহ-উদ্দীপনাকে আরও খানিকটা বাড়িয়ে তোলার। 

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কম টেস্ট খেলার প্রসঙ্গে হরমনের সাফ কথা, ক্রিকেটার হিসেবে বেশি টেস্ট ম্যাচে খেলার ইচ্ছা সকলেরই থাকে। কিন্তু শেষপর্যন্ত কতগুলো ম্যাচে আমরা খেলতে পারব তা তো আইসিসি ও বোর্ডের হাতে। প্রসঙ্গত, এমনিতেই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড বেশ ভাল। ১৯৮৬ সাল থেকে শুরু হওয়া যে দ্বৈরথে মোট ১৪ ম্যাচের মধ্যে মাত্র ১ টিতেই হেরেছে ভারতীয় মহিলা দল।

সম্প্রতি টি ২০ সিরিজেও ১-২ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। তবে টেস্ট ক্রিকেটের মঞ্চে স্পিনজালের ফাঁদে ফেলে ব্রিটিশ ক্রিকেটারদের পেড়ে ফেলার নীল নকশা নিয়েই এগোচ্ছে ভারতীয় দল। টি ২০ সিরিজে পাওয়া চোটের হালকা প্রভাব থাকলেও তাঁর খেলায় তা কোনও প্রভাব ফেলবে না বলেই আশাবাদী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। 

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছিল ভারত মহিলা দল। ক্যানবেরার যে লড়াইয়ে অজিদের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন স্মৃতি মান্ধানা। 

আরও পড়ুন- গাজার যুদ্ধ নিয়ে বার্তা? স্লোগান লেখা জুতো পরে নামায় নিষেধাজ্ঞা, লড়াই চালাবেন খাওয়াজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।