বিডিও হত্যার চেষ্টায় অভিযুক্ত বিজেপি নেতা, দোষী সাব্যস্ত করল জেলা আদালত

২০২২ সালে তৎকালীন বালুরঘাটের বিডিও’‌কে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতাকে আজ, শুক্রবার দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুঁড়ে মারেন অভিযুক্ত বিজেপি নেতা। তাঁকে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালতের বিচারক। আগামীকাল, শনিবার ওই বিজেপি নেতার সাজা ঘোষণা করা হবে। তবে সাজা ঘোষণার আগেই জেলা বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় হয় রাজ্য–রাজনীতি। এদিন বিজেপি নেতা দোষী সাব্যস্ত হতেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।

এদিকে ২০২২ সালে বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনাস্থাকে কেন্দ্র করে তৎকালীন বিডিও’‌র সঙ্গে বিজেপি কর্মীদের বাকবিতন্ডা বাধে। তখন তৎকালীন বালুরঘাটের মন্ডল সভাপতি সুভাষ সরকার ক্ষুব্ধ হয়ে চেয়ার ছুড়ে মারেন। তার জেরে গুরুতর আঘাত পান বিডিও। সেই ঘটনাতেই দীর্ঘদিন ওই মামলাটি চলে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে। এই মামলা অনেকদিন চলার পর আজ, দক্ষিণ দিনাজপুর জেলা আদালত শুক্রবার ওই বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করে। আগামীকাল এই ঘটনায় সাজা শোনাবে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।

অন্যদিকে বালুরঘাটের বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ ওঠে বিজেপি নেতা সুভাষ সরকারের বিরুদ্ধে। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বালুরঘাট থানার পুলিশ এই ঘটনার চার্জশিট আদালতে দ্রুত জমা দেয়। তারপর থেকে চলছে সওয়াল–জবাব। শুনানি চলতেই থাকে। তারপর ২০২৩ সালের ১১ মে এই মামলার চার্জ গঠন করা হয়। অবশেষে এডিজে সেকেন্ড কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ সব কিছু খতিয়ে দেখে এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শনিবারের রায়ের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতার আইনজীবী সুদীপ রায়চৌধুরী।

আরও পড়ুন:‌ সম্পর্কের টানাপোড়েন!‌ জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার মৃত্যুতে ধোঁয়াশা

এছাড়া ওই মামলায় চলতি বছরের ৯ অক্টোবর আসামীকে জিজ্ঞাসাবাদ করেন বিচারক। আজ, শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় বিজেপি নেতা সুভাষ সরকার। বিচারক ওই বিজেপি নেতাকে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ ও ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করেছেন। এই দুই ধারায় সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরের জেল এবং জরিমানা হতে পারে বলে আদালত সূত্রে খবর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ–সভাপতি সুভাষ চাকি বলেন, ‘‌এটার থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। আগামীদিনে সরকারি অফিসার বা অন্য কোনও রাজনৈতিক কর্মীদের উপর হামলা করার আগে যেন ভাবে।’‌