ISL 2023-24: Mohun Bagan Super Giant Gear Up To Face NorthEast United FC As They Look To Close Gap From The Top

গুয়াহাটি: সপ্তাহ দু’য়েক আগে আইএসএলে (ISL) নর্থইস্ট ইউনাইটেডকে (NorthEast United) পাঁচ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার কলকাতার আর এক দল মুখোমুখি হচ্ছে তাদের। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) কি সে রকমই কিছু করে দেখাতে পারবে? এই প্রশ্ন যখন সমর্থকদের মনে উঁকি মারছে, তখনই প্রিয় দলের শিবির থেকে আসা একটি খবর তাঁদের আরও আশাবাদী করে তোলার পক্ষে যথেষ্ট এবং সেটি হল, দিমিত্রিয়স পেত্রাতোসের প্রত্যাবর্তন।

চোটের জন্য এক মাসেরও বেশি মাঠের বাইরে থাকার পর তিনি শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নামতে পারেন বলে শোনা যাচ্ছে। নামতে পারেন মনবীর সিংও। এই খবরে আপাতত আশার আলো দেখতে পাচ্ছেন সমর্থকেরা। যদিও চলতি আইএসএলে এখনও অপরাজিত রয়েছে মোহনবাগান এসজি। লিগ টেবলে তারা রয়েছে তিন নম্বরে। তাই ভেঙে পড়ার মতো তেমন কিছুই হয়নি। কিন্তু অপরাজিত-র তকমাটা যেন লেগেই থাকে তাদের গায়ে, এই প্রার্থনাই এখন চলছে সমর্থকমহলে।

টানা চারটি ম্যাচে জয়হীন নর্থইস্ট ইউনাইটেড এফসি গত চার ম্যাচে মাত্র দুটি গোল দিয়েছে এবং আটটি গোল খেয়েছে। এর মধ্যে পাঁচটি গোলই দিয়েছে ইস্টবেঙ্গল। অক্টোবরের শেষে ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ২-১-ই তাদের শেষ জয়। তার পর থেকে জয়ের মুখ দেখতে পায়নি তারা। এই চার ম্যাচের মধ্যে দুটি তারা খেলেছে ঘরের মাঠে এবং দুটিই ১-১ ড্র করেছে নর্থইস্ট। শুক্রবার তারা জয়ে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে নিশ্চয়ই।

চোট-আঘাতে জর্জরিত মোহনবাগানের এমনই অবস্থা যে, এএফসি কাপের শেষ ম্যাচে প্রথম দলের কোনও খেলোয়াড়কেই নামাতে পারেনি তারা। যদিও সেই ম্যাচ ছিল নেহাতই নিয়ম রক্ষার জন্য। কিন্তু মোহনবাগানের এমন বেহাল অবস্থা সাম্প্রতিককালে কখনও দেখা গিয়েছে বলে মনে পড়ে না। পেট্রাটস, মনবীররা দলে ফিরলেও ছন্দে ফিরতে পারবেন কি না, সে প্রশ্ন থাকছেই। কামিংস ফর্মে নেই। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ এগারো মিনিটে ডিফেন্ডারদের গোলে জিততে হয় দলকে। পরে ওডিশা এফসি-র বিরুদ্ধে জোড়া গোল করে মান বাঁচান সাদিকু।

আলবানিয়ান ইউরো কাপার গোলে ফিরলেও অস্ট্রেলীয় বিশ্বকাপার কামিংস গোলে ফিরতে পারছেন না। এটা মোহনবাগান শিবিরে অবশ্যই একটা বড় দুশ্চিন্তা। মোহনবাগানকে এই অবস্থায় পেয়ে সুযোগ কাজে লাগিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবে নর্থইস্ট ইউনাইটেড।

(তথ্য সংগ্রহে আইএসএল)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বল হাতে দীপ্তির দাপট, ব্যাটে হরমনের লড়াকু ইনিংস, দ্বিতীয় দিনশেষে চালকের আসনে ভারত