চট্টগ্রামে দুই আ.লীগ প্রার্থীসহ ৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ছয়টিতে নয় জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। প্রত্যাহার শেষে চট্টগ্রামের ১৬টি আসনে বর্তমানে প্রার্থীর সংখ্যা ১১৭ জন।

নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে সাম্যবাদী দলের প্রার্থী ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, একই আসনের বিকল্পধারা বাংলাদেশের মজহারুল হক শাহ; চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, একই আসনে আওয়ামী লীগের এম এ সালাম; চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে আওয়ামী লীগের এম এ সালাম, চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে জাসদের জসিম উদ্দিন হায়দার, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাসদের কামাল মোস্তফা চৌধুরী এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী এমরানুল হক চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, প্রত্যাহারের শেষ দিনে ছয়টি আসন থেকে মোট নয় জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।