Para Teacher Recruitment: পার্শ্বশিক্ষক নিয়োগে রাজ্যের সংরক্ষণকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, বড় স্বস্তি আদালতে

যাঁরা পার্শ্বশিক্ষক হিসাবে কর্মরত অথবা যাঁদের পার্শ্ব শিক্ষকের চাকরির আশায় দিন গুনছেন তাঁদের জন্য খুশির খবর। রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদের মধ্যে ১০ শতাংশ থাকবে পার্শ্বশিক্ষকদের জন্য় সংরক্ষিত। কার্যত রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তাকেই মান্য়তা দিল কলকাতা হাইকোর্ট। স্বস্তি পেলেন হাজার হাজার পার্শ্বশিক্ষক। শেষ পর্যন্ত এনিয়ে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। শেষ পর্যন্ত এনিয়ে আশ্বাস মিলেছে।

স্বস্তির খবর আরও রয়েছে। পার্শ্বশিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না। রাজ্য সরকার পার্শ্বশিক্ষক নিয়োগ করতে পারে। এনিয়ে আর কোনও স্থগিতাদেশ রইল না। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আপার প্রাইমারিতে ১০ শতাংশ শূন্যপদ কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য় সংরক্ষিত থাকবে। এই শূন্যপদ কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য। এই শূন্য়পদে অন্য কেউ সংরক্ষণ পাবেন না। জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর জেরে উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে পার্শ্বশিক্ষকদের নিয়োগ সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।

তবে এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, বহু স্কুলেই রয়েছেন পার্শ্বশিক্ষকরা।

অন্যদিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং চলবে বলেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

এবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পার্শ্বশিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদের মধ্যে ১০ শতাংশ থাকবে পার্শ্বশিক্ষকদের জন্য় সংরক্ষিত। কার্যত রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তাকেই মান্য়তা দিল কলকাতা হাইকোর্ট। স্বস্তি পেলেন হাজার হাজার পার্শ্বশিক্ষক।