AUS Vs PAK: Nathan Lyon Joins Elite List Becomes Eight Bowler To Get 500 Test Wickets

পারথ: সাম্প্রতিক সময়ের সেরা বোলারদের নাম বললে তাঁর নাম উঠে আসতে বাধ্য। তিনি অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন (Nathan Lyon)। পাকিস্তানের বিরুদ্ধে রবিবাসরীয় পারথে (AUS vs PAK 1st Test) ৩৬০ রানের বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচেই বিরাট মাইলফলক স্পর্শ করলেন নাথান লায়ন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে মাত্র অষ্টম বোলার হিসাবে ৫০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করলেন তারকা অজ়ি স্পিনার।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফাহিম আশরাফকে এলবিডব্লু করার সঙ্গে সঙ্গেই নিজের টেস্ট কেরিয়ারের ৫০০তম উইকেটটি পান লায়ন। এরপরে তিনি আমির জামালেরও উইকেট নেন। ৩৬ বছর বয়সি স্পিনার অস্ট্রেলিয়ার হয়ে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১২৩টি টেস্ট খেলে লায়ন ৩০.৮৫ গড়ে নিজের উইকেটগুলি নিয়েছেন। ২৩ বার টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, এক ম্যাচ চার দশটি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছেন লায়নের দখলে।

দলের তারকা বোলারের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও (Pat Cummins)। লায়নের বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘গোটা বিশ্ব ঘুরে ঘুরে খেসে ৫০০টি উইকেট নেওয়া বিরাট কৃতিত্বের। ওঁর জন্য আমি ভীষণ খুশি। চোটের জেরে ওকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। তারপর ওকে এভাবে মাঠে ফিরতে দেখে খুব ভাল লাগছে।’   

ম্যাচের পঞ্চম দিনের শুরুতে খুররাম শেহজাদ সেট স্টিভ স্মিথকে ৪৪ রানে সাজঘরে ফেরত পাঠান। ট্র্যাভিস হেড ব্যাটে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান করার চেষ্টায় ছিলেন। বেশ কয়েকটি সুন্দর শটও খেলেন তিনি। তবে প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া আমির জামাল তাঁকে ১৪ রানে আউট করেন।

হেড আউট হওয়ার পর উসমান খাওয়াজা ও মিচেল মার্শ দুরন্ত গতিতে শতরানের পার্টনারশিপ গড়েন। খাওয়াজা ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় (৯০ রান), শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার পরই অস্ট্রেলিয়া নিজেদের ইনিংস ঘোষণা করে দেন। পাঁচ রানের বিনিময়ে ২৩৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

৪৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাঁচ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। মিচেল স্টার্ক ও হ্যাজেলউড পাক ইনিংসে ধস নামানো শুরু করেন। কোনও পাক ব্যাটারই বড় রানের ইনিংস খেলা তো দূর, আট ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। সৌদ শাকিল সর্বাধিক ২৪ রানের ইনিংস খেলেন। বাবর আজম করেন ১৪ রান। শেষমেশ ৮৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অধিনায়ক রোহিতকে সরানোয় সমর্থকদের ক্ষোভ অব্যাহত, সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং ‘RIP Mumbai Indians’