Indian Air Force: SAMAR মিসাইলের মহড়ায় সফল হল ভারত, প্রতিরক্ষায় নয়া মুকুট

ফের প্রতিরক্ষাক্ষেত্রে বড় সাফল্য পেল ইন্ডিয়ান এয়ার ফোর্স। SAMAR এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমে বড় সফলতা পেল ভারতীয় বায়ুসেনা। Surface to Air Missile for Assured Retaliation ( SAMAR)। মাটি থেকে আকাশে যাবে এই মিসাইল। আকাশ থেকে আকাশে মিসাইল সিস্টেম যেটা আগে মূলত রাশিয়ার ছিল সেটাকে কাজে লাগিয়ে এই নয়া ব্যবস্থা চালু করা হয়েছে বলে খবর।

ইন্ডিয়ান এয়ার ফোর্স স্টেশন সূর্যলঙ্কাতে এই ব্যবস্থা কার্যকরী হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম SAMAR ভারতীয় বায়ুসেনার মেইনটেনান্স কমান্ড এই ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। এই মিসাইল সিস্টেম এবারই প্রথম এই ধরনের মহড়াতে অংশ নিল। মাটি থেকে আকাশ পর্যন্ত যাবে এই মিসাইল। তবে ইতিমধ্য়েই এই মিসাইল সিস্টেম মহড়ায় সফল হয়েছে।

২-২.৫ মাচ স্পিডে যেতে পারবে এই মিসাইল। একেবারে অত্য়াধুনিক এই SAMAR System।

চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ও ভাইস চিফ অফ এয়ার স্টাই এয়ার মার্শাল এপি সিং এই মিসাইল সিস্টেমের মহড়ার বিষয়টির উপর নজর রাখেন।

প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বারই সচেষ্ট হয়েছেন। অন্যদিকে মেইনটেনান্স কমান্ড যুদ্ধ বিমানের নানা সরঞ্জাম তৈরিতে বার বারই সাফল্য পেয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার নানা দিকে বার বারই মুকুট যুক্ত হয়েছে।