Job fraud: বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে ৪ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত

কখনও শিক্ষা ক্ষেত্রে আবার কখনও পুরসভায় চাকরির দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বারবার সামনে এসেছে। আর এবার কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগ সামনে আসার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম হল সঞ্জয় চক্রবর্তী। তার বিরুদ্ধে ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ধৃত কলকাতা বিমানবন্দরে চাকরির নামে কীভাবে চালানো হতো প্রতারণাচক্র ? তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, পান্ডুয়ায় গ্রেফতার যাদবপুরের বাসিন্দাসহ ৩

জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম প্রণব মজুমদার। বছর তিরিশের প্রণব নদিয়ার তেহট্টের বাসিন্দা। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সেই সূত্রেই তিনি রাজারহাটের একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রণবের অভিযোগ, লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েছিলেন। সেই সময় রুজির সন্ধানে অন্য কাজ খুঁজতে শুরু করেন। তখন তার আলাপ হয় প্রতিবেশি অর্থাৎ রাজারহাটের বাসিন্দা বছর পঞ্চাশের সঞ্জয় চক্রবর্তী ও তার ছেলের সঙ্গে। তাদের সূত্রেই তিনি বিমানবন্দরে চাকরির বিয়য়টি জানতে পারেন। অভিযোগ, তারা কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার জন্য ৪ লক্ষ টাকা দাবি করেছিল। সেইমতোই কোনওভাবে টাকা জোগাড় করেন প্রণব এবং চাকরির আশায় তা সঞ্জয়ের হাতে তুলে দেন। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও চাকরি না হওয়ায় তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

এদিকে, সঞ্জয়ের কাছে থেকে টাকা না পেয়ে তিনি চলতি মাসের ৬ তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্ত শুরু করে রাজারহাট থানার পুলিশ। তার ভিত্তিতে সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের ছেলেও প্রতারণার সঙ্গে জড়িত। ঘটনার পরেই সে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, অভিযুক্তরা আরও কারও সঙ্গে প্রতারণা করেছে কি না তা জানতে চায়ছে পুলিশ। অভিযুক্তকে বারাসত আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই সমস্ত তথ্য জানতে চায়।